পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা । ] ংমহল বা মোগল-বাদশাহের অন্তঃপুর। ९¢ কারণও নির্দেশ করিয়াছেন। * তিনি বলিয়াছেন যে, মোগলবাদশাহদের ঐখুর্যের, কথা যুরোপবাসী ধারণা করিতেও পারিবে না । মহামূল্য মণিমাণিক্য সঞ্চয় করা প্রাচ্য নৃপতিবর্গের প্রধান লক্ষ্য ছিল—আর স্বর্ণপ্রস্থ ভারতভূমিও চিরদিনই রত্নপ্ৰসবিনী বলিয়া প্রথিত । কথিত আছে, মোগলসাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তৈমুরলং এসিয়ার প্রধান প্রধান নরপতিগণের ধনরত্ন লুণ্ঠন করিয়া নিজের রাজকোষ সমৃদ্ধ করিয়াছিলেন। তাহার পর বাবর সেই সমস্ত মহামূল্য রত্নরাজি,—সেই সমগ্র প্রাচ্য ভূখণ্ডের লুষ্ঠিত রাজভাণ্ডার সঙ্গে লইয়া সমরখন্দ হইতে ভারতবর্ষে আইসেন। তদবধি যে সকল সম্রাটু মোগলসিংহাসনে অধিরোহণ করিয়াছেন, তাহার এই অতুলিত ঐশ্বৰ্য্য নষ্ট না করিয়া ক্রমান্বয়ে তাহার সংরক্ষণ ও সংবদ্ধন করিয়া আসিয়াছেন । বিশেষত গোলকুণ্ডার হীরকের খনি যে-সময় অওরংজেবের অধিকৃত হয়, তখন হইতে গোলকুণ্ডাধিপতি মণিমুক্তার জন্য র্তাহার দেয় বাধিক রাজকর ব্যতীত আকরোৎপন্ন সুন্দর সৰ্ব্বোত্তম সুরকগুলিও বাদশাহের বেগম ও দুহিতাদের ব্যবহারার্থ বিক্রয় করিতে বাধ্য হইতেন। বেগম ও দুহিতাদের কেহ মৃত্যুমুখে পতিত হইলেও, এ সকল অমূল্য রত্নরাজি হস্তান্তরিত হইতে পারিত না,-স্বয়ং বাদশাহই সে সকলের একমাত্র উত্তরাধি কারী r এস্থলে এ কথাও বলিয়া রাখা অবিশুক যে, মোগলরাজকোষের মণিরত্নাদি বাজারে বিক্রয় করিবার উপায় ছিল না । সকলগুলিতেই প্রায় ছিদ্র করিয়া দেওয়া হইত। কথিত আছে যে, সম্রাট আকবর যখন গুজরাট-বিজয়ে বহির্গত হন, তখন হঠাৎ অর্থের অনাটন হওয়ায় বিক্রয়ার্থ কতকগুলি বহুমূল্য চুনি তিনি বাজারে পাঠাইয়া দেন। সেগুলি অতি সুন্দর ও মহামূল্য হইলেও ছিদ্রবিশিষ্ট বলিয়া জহরীরা ক্রয় করিতে অসম্মত হয় । যে সকল মণিমাণিক্য বাদশাহ স্বয়ং ব্যবহার করিতেন, তাহীদের সৌন্দৰ্য্য বর্ণনার অতীত। বাদশাহ সেগুলির কোনটির ‘চন্দ্র’, কোনটির ‘বৃযচক্ষু’, কোনটির ‘সুর্য্য’, কোনটির বা ‘শুকতারা’, এইরূপ একএকটি নামকরণ করিতেন । এই স্বপ্নরাজ্যের ঐশ্বৰ্য্য-বর্ণনা আরও বিশদ করিবার জন্তু এখন আমরা এখানকার সুগন্ধি দ্রব্যে কি রূপ ব্যয় পড়িত, তাহার একটু পরিচয় দিতেছি। বিচিত্রবর্ণের স্ফটিকদীপাধারে বিন্যস্ত সুরভি দীপমালায় রংমহলের প্রত্যেক কক্ষই আলোকিত থাকিত, আর সেই দীপালোকসমুজ্জল, সুশোভন, সুসজ্জিত কক্ষে দিবায়াত্রি স্বর্ণগৃঙ্খলে দোদুল্যমান অগ্নিদীপ্ত গন্ধাধারে নিহিত ধূপ-ধুনা ও অগুরুচন্দনমৃগনাভি প্রভৃতির সৌগন্ধে চারিদিক্‌ আমো SBBBS BBBBBS BBBB B BBBB BBB BBBB BBBBBB BBBBBB BBBB BB অন্তঃপুরে প্রবেশাধিকার পান নাই । তবে বাদশাহ যখন এক যার দিল্লী হইতে স্থানান্তরে ছিলেন, তখন বর্ণিয়ে একদিন অন্তঃপুরের কোন মহিলার চিকিৎসার জন্ত কাশ্মীরী শালে আবৃত হইয়া খোজার দ্বার সেখানে নীত হইয়াছিলেন। তিনি বাদশাহের যে স্বপ্নাতীত ঐশ্বৰ্য্যের যণনা করিয়াছেন, তাহাতে মেকুৰীয় বর্ণনায় অবিশ্বাস করিবার কোন কারণ নাই ।