পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 Հ8 বঙ্গদর্শন । , [ ২য় বর্ষ, অগ্রহায়ণ। মাটির জলপাত্র রাখিয়া গেল। আর একজন পরিচারিকা— ইহার বয়সটা একটু কাচা—একটা কলস কক্ষে আসিয়া শূন্ত ভাওে জল দিয়া গেল । গুইরাম এই শেষোক্ত পরিচারিকাকে দেখিয়া চমকিয়া উঠিল। এ যে সেই হারাণধন পদীর মত । বৃদ্ধের মাথা ঘুরিতে লাগিল, গা ঝিম্‌ঝিম্ করিতে লাগিল। সে আত্মবিস্মৃত হইয়া পড়িল । কতক্ষণ এরূপ অবস্থায় ছিল জানি না, অকস্মাৎ "খাওনা গো, হা করে ভাবছ কি ?” শব্দে চমকিত হইয়া দেখিল যে, তাহার কদলীপত্রে অল্পব্যঞ্জনাদি পরিবেষণ করা হইয়াছে এবং সঙ্গীরা দক্ষিণহস্তের ব্যাপারে প্রবৃত্ত হইয়াছে । গুইরাম পূরিচারিকার কথায় ভোজনে প্রবৃত্ত হইল বটে, কিন্তু তখন তাহার ক্ষুধাতৃষ্ণা অন্তৰ্হিত হইয়াছে। সে বাতুলের মত কখনও ভাত খায়, কখনও ডাল খায়, কখনও কেবল বা লবণই থাইতে থাকে। পরিবেষকেরা ও পরিচারকেরা মনে করিল, বুড়া পাগল। এমন-সময় সেই কনিষ্ঠ দাসী একজন পাচককে সম্বোধন করিয়া বলিল, "দাদাঠাকুর, অস্বইঘরে আর জল চাই ?” কণ্ঠস্বরে গুইরাম স্থির সিদ্ধান্ত করিল, “সেই পাপিষ্ঠাই বটে ! কিন্তু একি সৰ্ব্বনাশ ! মুচিরু মেয়ে হ’য়ে বামুনের অম্বইঘরে জল দেয় ? হারামজাদী নিজে মজেছে, আর বাবুদেরও মজিয়েছে ? এহকাল-পরকাল খেয়েছে ? র হারামজাদি, আমি যদি উইদাসের ছেলে হই, আজ তোরই একদিন कि श्रांबांब्रहे ७कनिन ” ७हेझ* क्रिडा করিয়া গুইরাম অtহারে মনোনিবেশ করিল। কিন্তু প্রতিগ্রাসে তাহার হাত কঁাপিতে লাগিল। কর্ণদ্বয় ' হইণ্ডে ধেন অগ্নির উত্তাপ বাহির হইতে লাগিল। তথাপি সে কষ্টে আত্মসংবরণ করিয়া কোনোরূপে ভোজন শেষ করিল। যখন ব্রাহ্মণেতর জাতিরা উচ্ছিষ্ট পরিষ্কারে প্রবৃত্ত হইল, তখন গুইরাম আচমন শেষ করিয়ু নীরবে দাড়াইয়া রহিল। একজন ভৃত্য বলিল, “সকৃড়ি ঘোচালে না ?” গুইরাম বলিল, “আমাদের বউ ঘোচাবে ।” ভৃত্য পূৰ্ব্ব হইতেই তাহাকে বাতুল মনে করিয়াছিল, সুতরাং হাসিয়া কহিল, “তোর আবার বউ কেরে পাগল ?” “কেন ? ওই যে—ও পদি, সকৃড়িটা ঘোচ না।” এই বলিয়া সেই পূৰ্ব্বকথিত পরিচারিকাকে সম্বোধন করিল। “পদী” এই শব্দ কর্ণগোচর হইবামাত্র পরিচারিক পথে সর্পদষ্ট পথিকের ভায় চমকিত হইয় গুইরামের প্রতি দৃষ্টিনিক্ষেপ করিল । খানিক গুইরামের প্রতি চাহিয়া চাহিয়ার্কাপিয়া উঠিল । তাহার মুখের বর্ণ শাদা হইয়া গেল। সে ইতস্তত চাহিয়া পলায়নের উদ্যোগ করিতে লাগিল । দেখিয়া বৃদ্ধ গুইরাম গিয়া তাহার হস্তধারণ করিয়া বলিল, “হায়ামজাদি, আবার বামুনের জাত মাৰ্বতে এসেছিস্ ?” তাহার কথা শুনির এবং পরিচারিকার অবস্থা দেখিয়া সকলে বিষম কোলাহল করিয়া উঠিল। তাঙ্গদের নূতন দাসী হরি-কামারণী” অকস্মাৎ পদ্ম-মুচিনীতে পরিণত হইল দেখিয়া সকলে যুগপৎ ক্ৰোধে ও বিশ্বরে