পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] সম্রাটের প্রতিশোধ। &9ఫి নক্ষত্ৰু ছিলেন ; এই কারণে, তাহার আত্মগরির্ম ও গৰ্ব্বের পরিসীমা ছিল না। কিন্তু ইহার জন্য তঁtহাকে একবার অনুতাপ করিতে হইয়াছিল। তাহারই ইতিহাস নিয়ে বিবৃত হইতেছে। - সম্রাটু নেপোলিয়ান এই সুন্দরী অভিনেত্রীকে যে নিতান্ত ঔদাস্যের দৃষ্টিতে দেখিতেন, ঠিক এরূপ বলা যায় না ; কিন্তু এপর্যন্ত আকার-ইঙ্গিতেও তাহার মনোভাব কিছুমাত্র প্রকাশ পায় নাই ; কেবল একযার, তাহার রাজ্যের অt ভ্যন্তরিক বিভাগের সচিব “শ্যাপ্তাল”এর সহিত ঐ অভিনেত্রীর যে আসক্তি ছিল, সেই কথাপ্রসঙ্গে তাহার भूधं निग्र। ८य ठाप्लेt-छिऐकांब्रि वांश्द्रि श्ब्र, তাহা হইতেই তাহার মনোভাবের কিঞ্চিৎ আভাস পাওয়া যায়। কিন্তু ইহা নিশ্চয়, শ্যাপৃতালের প্রতি র্তাহার ঈর্ষার ভাব কিছুমাত্র ছিল না, তিনি শুধু শ্যাপাতালের প্রতি এই ভাবিরা অসন্তুষ্ট হইয়াছিলেন যে, যে স্ত্রীলোকের মানমর্য্যাদা-প্রতিপত্তির তিনিই একমাত্র কারণ, তাহার নেক্‌-নজরে তিনি না পড়িরা পড়িল কিনা শ্যাপ্তাল ! একদিন ঐ সচিব, র্তাহার সম্রাটের নিকট রাজকাৰ্য্যঘটিত কি-একটা প্রস্তাব উপস্থিত করিয়াছেন, এমন সময়ে সম্রাটু হঠাৎ বলিরা উঠিলেন;–“ভাল কথা, শ্ৰীমতী বুর্গোর্য কেমন আছেন ?” শ্যাপ্তাল কিছু থতমত খাওয়ার তিনি আবার বলিলেন – *বল না হে, আমার কাছে ভাড়াভাড়ি কোরো না। আচ্ছ, সত্যি কথা বল দিকি, তোমার কি বিশ্বাস-তোমার প্রতি, সে क्षार्थहे अश्ब्रङ ?” ——“মহারাজ ! আমি তো এইরূপ : আশা করি, অন্তত এইটুকু নিশ্চয় করে’ বলতে পারি, এ ক্ষেত্রে আমার কোন প্রতিদ্বন্দী নাই ।” --—“আর বলতে হবে না। যখন বলেছ ‘আমি তো এইরূপ আশা করি’, তখনই বেশ বোঝা গেছে। দেখ, একনিষ্ঠাসম্বন্ধে সাধারণ স্ত্রীলোকের বড়-একটা মূল্য নাই, আর, থিয়েটারের স্ত্রীলোক, তাদের তে কোন মূল্যই থাকিতে পারে না ।” ——“মহারাজের দেখচি স্ত্রীলোক-সাধtরণের প্রতি বড়-একটা সদয় ভাব নাই ; কিন্তু আমার বিনীত প্রার্থনা, যদি এই সাধারণ নিয়ম হ’তে একটি স্ত্রীলোককে মহারাজ বর্জিত করেন”— —“তোমার প্রাণেশ্বরীকে বুঝি ? আহা বেচারা শুপূিতাল ! তোমার জন্ত বড় দুঃখ হয়। এ তুমি বেশ জেনে সে-ও অন্যেরই মত সমান অবিশ্বাসী ও চপলচিত্ত। যদি রাজকাৰ্য্যের বাধা না থাকৃত, তা হ’লে আমি নিজেই সে বিষয় সপ্রমাণ করে দিতে পারতেম। কিন্তু এখন তোমার সঙ্গে আমার গুরুতর কাজের কথা আছে ; এখন ও-সব তুচ্ছ কথা থাকৃ। এসো, আবার রাজকাৰ্য্যে মন দেওয়া যাক্ ।” এক্ষণে সম্রাট আবার তাহার চিরাভ্যস্ত অবিচলিত-ভাব ধারণ করিয়া-• তাহার সচিবের কার্য্যবিবরণী শুনিতে লাগিলেন। সম্রাটের সহিত রাজকাৰ্য্যের কথা শেষ করিয়া, শুাপ্তাল তাহার প্রেয়সী শ্ৰীমতী বুর্গোয়্যার গৃহে গমন করিলেন ; গিয়৷ দেখিলেন, তিনি কাজে বড়ই ব্যস্ত। পর