পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] বুদ্ধদেবের পাখী। 6 ዓ » অনন্ত স্বপনে করি’ করিতে লাগিলা তপ কালবশে এইরূপে অস্থিচৰ্ম্মসার দেহ-- অার নাহি পায় তাপ অসাড় সে দেহযষ্টি অর্ণধার অাখির পাত, —মনে হয় যেন, উহ। অনশনে, বুদ্ধদেব । শুধু ছোট পার্থীগুলি যাহারা করিত গান —রাথিয়া যাইত ফল এইরূপ বহুদিন ধ্যানমগ্ন বুদ্ধদেবে সহস্রসহস্ৰ বার মাথার উপর দিয়া তথাপি মুহূৰ্ত্ততরে টুটিল না কোনমতে দক্ষিণ বাছটি, যাহা গুথায়ে ধবলবণ সেই হাতটিতে র্তার ক্ষুদ্র এক পার্থী আসি, পার্থীটি উড়িয়া গেল লজিঘয়া সাগর-গিরি প্রতি শীতকালে, ফিরি’ দেখিত তেমনি ঠিকৃ এইরূপ আসে যায় একবার কি হইল যে সব ভ্রমন্ত পার্থী আবার আইলে শীত ফিরিবার কাল বলে আপনার চিত্ত সমাধান লভিবারে স্বৰ্গীয় নিৰ্ব্বাণ । জীর্ণশীর্ণ, অতি হীন-বল তবু ধ্যানে,যতীন্দ্র অটল। দেহ তার স্বৰ্য্যকরঙ্গালে, তরুসম ছাইল শৈবালে । নয়নের তারা দৃষ্টিহীন, হয়ে গেছে প্রস্তর-কঠিন । হইয়াছিলেন মৃতপ্রায় ; —যারা তাল বাসিত তাহায়, তরুশাখে বসি মনস্থখে,— তার সেই তৃয়াগুক্ষ মুখে ; সেই সব ক্ষুদ্র বিহঙ্গম কোনমতে করিল পোষণ ॥ সহস্রবরষ অগণন চলি গেল চন্দ্ৰমা-তপন, সেই মহাসমাধি র্তাহার —প্রতি অঙ্গ নিম্পন্দ অসাড় উত্তোলিত উৰ্দ্ধে নিরস্তর মনে হয় কঠিন প্রস্তর, —প্রবেশিয়া অরণ্য নিবিড়— বতনে রচিল ক্ষুদ্র নীড় । রাখি নীড় বিশ্বস্ত পরাণে, গেল চলি দূর-দূর স্থানে । আসিত গে৷ সেই নীড়ে তার, অটুট অক্ষয় প্রতিবার। অতিক্রমি’ কত সিন্ধু-গিরি আর সে যে না আইল ফিরি। छूद्र बांग्र निनांग्लश চলিয়া, পুন আসে স্বদেশে ফিরিয়া, তাহাদের হইল অতীত,