পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সংখ্যা । ] ত্ৰৈলোক্যবাবু কুলুকভট্টের বংশে রাজা গণেশের নাম কোথায় পাইয়াছিলেন, এই এক বিষম সমস্যা । বারেন্দ্রকুলশাস্ত্রবিৎ ‘গৌড়েব্রাহ্মণ-রচয়িত মহিম চন্দ্র মজুমদার লিখিয়া গিয়াছেন, “কুলুকভট্টের বংশে কোন প্রসিদ্ধ ব্যক্তি বর্তমান নাই, অথবা কুলুকভট্টের পরে জন্মগ্রহণ করেন নাই ।”* অন্ত কোন ধারেন্দ্রকুলঞ্জের নিকটেও উক্তরূপ বংশপত্রিক পাওয়া যায় না । এরূপ স্থলে রাজা গণেশকে কুটুকভট্টের বংশধর বলিয়া গ্রহণ করা অসাধ্য। ফেরিস্তা, রিয়াজ ও বুকাননের গ্রন্থ হইতে রাজা গণেশের পুত্রের নাম জিৎমল বা যদুসেন পাওয়া যাইতেছে ; ইহাতে ব্রাহ্মণত্বের বিরূদ্ধে সন্দেহ উৎপাদন করিয়া দিতেছে। দিনাজপুরে প্রবাদ অাছে, রাজা গণেশ উত্তররাঢ়ীয় কায়স্থ ; যে শ্ৰীমন্ত চৌধুরী দিনাজপুরের বর্তমান রাজকুলের প্রতিষ্ঠাতা, তিনিই রাজা গণেশের বংশধর। বর্তমান দিনাজপুর-রাজবংশ শ্ৰীমন্ত চৌধুরীর দৌহিত্রবংশ । এই প্রবাদ পরবর্তী কালে প্রচলিত হইয়াছে কি না, তাহাও নিঃসংশয়িতরূপে নিৰ্দ্ধারিত হইবার উপায় নাই । মুসলমানী ইতিহাসের মতে কংশ ৭৮৭ রাজ গণেশের হিঃ অব্দে সমসুদ্দিনকে নিহত সময় করিয়া রাজদণ্ড গ্রহণ করেন। ৭৯৪ হিঃ (১৩৯২ খৃঃ) অঘে তাহার মৃত্যু ঘটে। সমমুদিনের পূৰ্ব্বে সইফুদিন হামজা রাজাগণেশ । , &సెసి শার নামাঙ্কিত একটি মুদ্র পাওয়া গিয়াছে ; তাহাতে সালের শেষ অন্ধটি ৪ এবং কংশের পুত্র যন্ত্ৰ জালালুদিনের নামাঙ্কিত একটি মুদ্রার তারিখ ৮১৮ হিঃ অন্ধ । এই কারণে ডাঃ বুকম্যান ইতিহাসের নির্দেশমত পূৰ্ব্বরাজদ্বয়ের রাজ্যকাল ঠিক রাখিয়া অস্পষ্ট মুদ্রার তারিখ ৮০৪ ধরিয়াছেন। তিনি ৮০৮ হইতে ৮১৭ হিঃ ( ১৪০৫–১৪১৪ ) কংশের রাজ্যকাল নির্দেশ করিয়াছেন ; # কিন্তু ইহাতে কংশের রাজ্যকাল নয়-বৎসর হইয়৷ পড়ে। পরস্তু ৮১২ হিঃ সালের সইফুদিনের পিতা গিয়ামুদিন আজাম শার নামাঙ্কিত একটি মুদ্রা এবং ৮১২ (?) ও ৮১৬ হিঃ সালের শাহাবুদ্দীন বাইজিদ শার নামের মুদ্রাও পাওয়া গিয়াছে। আজাম শার মুদ্রা তাহার মৃত্যুর পরে মুদ্রিত ও এই শাহাবুদ্দীন রাজা কংশের বেনামদার মাত্র, ইহাই বুক্‌ম্যানের মত । কিন্তু তৎপরে . কানিংহামসাহেব পথিয়ার কর্তৃক অনুদিত চীনদেশীর প্রাচীন এক আখ্যায়িক হইতে উদ্ধৃত করিয়া দেখাইরাছেন, ৮১১ হিঃ (১৪•৮ খৃঃ) অব্দে গিয়ামুদ্দীন চীনদেশীয় সম্রাটের নিকটে উপহার পাঠাইয়াছেন । ১৪০৯ খৃঃ অব্দে পুনরায় এইরূপ প্রীতি-উপহার-প্রেরণের উল্লেখ আছে। ঃ তৎপরে ১৪১২ খৃঃ অঙ্গে ( ৮১৫ হিঃ ) চীনদেশীয় দূতগণ পথিমধ্যে বঙ্গীয় দূতগণের নিকট সংবাদ পাইলেন,

  • গৌড়ে ব্রাহ্মণ ১০৫–৬ পৃঃ । দুঃখের বিষয়, যে সময়ে আমরা এই ত্ৰৈলোক্যবাবুকে এ সম্বন্ধে

o পত্র লিখিবার মানস করি, তখনই তাহার লোকান্তরের সংবাদ পাওয়া বায় । + Journal-As. Soc. 1875. Contribution to the History and Geography of Bengal. # Cunniffgham's Archaeological Report for 1879–80, pp. 173–74, quoting Pauthier in the Jóurnal Asiatique, Dec. 1839 A. D. 148 the king of Pang-kola (Bengala) named Ai-ya-sse-ting (Giasuddin) sent an ambassador to offer tribute (presents) &c. &c." -