পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম বয়সের প্রথম প্রেম অনেকগুলি ছোটখাটাে বাঁধার দ্বারা মধুর। লক্ষার বাধা, ঘরের লোকের বাধা, অনভিজ্ঞতার বাধাএইগুলির অন্তরাল হইতে প্রথম পরিচয়ের ষে মাভাস দিতে থাকে, তাহা ভোরের আলোর মত রঙীন—তাহী মধ্যাঙ্কুের মত স্বম্পষ্ট, অনাবৃত এবং বর্ণচ্ছটাবিহীন নহে। আমাদের সেই নবীন পরিচয়ের মাঝখানে বাবা বিন্ধ্যগিরির মত দাড়াইলেন। তিনি মামীকে হুষ্ট্রেলে নির্বাসিত করিয়া দিয়া তাহার বউমাকে বাংলা লেখাপড় শিখাইতে ७jबूख शहेप्शन । जांभांद्र थरे भटक्कब्र इङ्ग হুইল সেইখানে । শ্বশুরমশার কেবল তাহার কন্যার নামকল্পণ করিয়াই নিশ্চেষ্ট ছিলেন না—তিনি তাহাকে শিক্ষাদানেরও প্রকৃত আয়োজন করিয়াছিলেন। এমন কি, উপক্রমণিকা তাহার মুখস্থ শেষ হইয়াছিল। মেঘনাদবধকাব্য পড়িতে হেমবাবুর টীকা তাহার প্রয়োबन श्हेऊ न । ছষ্ট্রেলে গিয়া তাহার পরিচয় পাইয়াছিলাম। আমি সেখানে থাকিতে মান উপায়ে বাবাকে লুকাইজা নবৰিয়হতাপে অত্যন্ত উত্তপ্ত দুইএকখানা চিঠি তাছাকে পাঠাইতে আরম্ভ করিয়াছিলাম। তাহাতে কোটেশনৃ-মার্ক না দিয়া আমাদের নব্যকবিদের কাব্য ছাকিয় অনেক কবিতা চলিয়াছিলাম, ভাবিয়াছিলাম-প্রণয়িনীর কেবল প্রেম আকর্ষণ করাই যথেষ্ট নহে— শ্রদ্ধাও চাই। শ্রদ্ধা গাইতে হইলে বাংলাভাষায় যেরূপ রচনাপ্রণালীর আশ্ৰয় লওয়া উচিত, সেটা আমার স্বভাবত জাসিত না— · वजनश्वन । সেইজন্ত— - ல் o “মণেী বজ্রসমূৎকীর্ণে স্বত্রস্তেবাস্তি মে গতিঃ” অর্থাৎ অন্ত জহরীর যে-সকল মণি ছিদ্র করিয়া রাখিয়াছিলেন, আমার চিঠি তাহ। স্বত্রের মত গাথিয়া পাঠাইত । কিন্তু, ইহার মধ্যে মণিগুলি অন্তের, কেবলমাত্র সূত্রটুকুই আমার, এ বিনয়টুকু স্পষ্ট করিয়া প্রচার করা আমি ঠিক সঙ্গত মনে করি নাই-বালিদাসও করিতেন না,—যদি সত্যই তাছার মণিগুলি চোরাই-মাল হইত। চিঠির উত্তর যখন পাইলাম, তাহার পর হইতে যথাস্থানে কোটেশন মার্ক দিতে আর কার্পণ্য করি নাই। এটুকু বেশ বোঝা গেল, নববধু বাংলাভাষাটি বেশ জানেন। র্তাহার চিঠিতে বানান ভুল ছিল কি না, তাছার উপযুক্ত বিচারক আমি নই—কিন্তু সাহিত্যবোধ ও ভাষাবোধ না থাকিলে এমন চিঠি লেখা যায় না, সেটুকু আন্দাজে বুঝিতে পারি। স্ত্রীর বিদ্যা দেখিয়া সৎস্বামীর বতটুকু 1की 8 बोनम श्sग्नो ऊंग्लिङ, ङाक्ष्। श्राबाच्न झ्छ। নাই—এমন কথা বুলিলে আমাকে অন্যায় অপবাদ দেওয়৷ হইবে, কিন্তু তারি সঙ্গে একটু অন্যভাবও ছিল.। সে ভাবটুকু উচ্চদরের ন হইত্তে পারে, কিন্তু স্বাভাবিক। মুস্কিল এষ্ট যে, স্কে উপায়ে আমার বিদ্যার পরিচয় দিতে পারিতাম, সেটা ৰালিকার পক্ষে ছুৰ্গৰ । সে যেটুকু ইংরাজি জানে, তাহাতে বার্কমেকলের ছাদের চিঠি তাহার উপরে চাবাहेड इहरण बना वांब्रिड , कबन गात्रा হইল্ক-মশা কিছুই হইত মা, কেবল খোয়৷ &ष९ च्षां७ब्रांछहे नाङ्ग हद्देऊ ॥