পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সংখ্যা । ] স্থৈ"হস্ত । لایه ॐीशेब्र बाई' যে বাংলায় পরমপণ্ডিত এবৃং গল্পট যে আষাঢ়ে, ইহাই প্রমাণ করিবার এই অতি সহজ উপায় তিনি বাহির করিয়াছেন-- এইজন্তই কাস্তিদাস লিখিয়াছেন—“স্ত্রীণামশিক্ষিতপটুত্বম।” তিনি স্ত্রীচরিত্র বুঝিতেন। আমিও সম্প্রতি চোখফোটার পর হইতে বুঝিতে মুরু করিয়াছি। কালে হয় ত কালিদাস হইয়া উঠিতেও পারিব। কালিদাসের সঙ্গে আরো একটু সাদৃগু দেখিতেছি। শুনিয়াছি, কবিবর নববিবাহের পর তাছার বিদুষী স্ত্রীকে যে শ্লোক রচনা করিয়া শোনান, তাঙ্গতে উষ্ট্রশস্ব হইতে রফলাটা লোপ করিয়া ছিলেন—শক্ষাপ্রয়োগসম্বন্ধে এরূপ দুর্ঘটনা বর্তমান লেখকের দ্বারাও অনেক ঘটিয়াছে— অতএব, সমস্ত গভীরভাবে পূৰ্য্যালোচনা করিয় আশা হইতেছে-কালিদাসের যেরূপ পরিণাম হইয়াছিল, আমার পক্ষেও তাছ। অসম্ভব নহে। ইতি । - ঐহঃ– এ গল্প যদি ছাপান হয়, আমি বাপের বাড়ি চলিয়া যাইব । শ্ৰীমতী নিঃ– .... আমিও তৎক্ষণাৎ শ্বশুরবাড়ী যাত্রা করিব। ঐহঃ– व्रञ्ज्ञङ्ग्छ। - كيجية যে ভাবে রমণীরূপে আপন মাধুরী আপনি বিশ্বের নাথ করিছেন চুরী ; যে ভাবে সুন্দর তিনি সৰ্ব্বচরাচরে, যে ভাবে আনন্দ তার প্রেমে খেলা করে,— যে ভাবে লতায় ফুল, নদীতে লহরী, যে ভাবে বিরাজে লক্ষ্মী বিশ্বের ঈশ্বরী, যে ভাবে নবীন মেঘ বৃষ্টি করে দান, তটিনী ধরারে স্তম্ভ করাইছে পান, যে ভাবে পরম-এক আনন্দে উংস্কক আপনারে দুই করি লভিছেন মুখ, নিত্য বর্ণগন্ধগীত করিছে রচনা, . হেরমণি ক্ষণকাল আসি মোর পাশে , চিত্ত ভরি দিলে সেই রহস্ত আতাসে !