পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন। కా-ణా జాగ్షణాళaఉ^ణ శా-= নব বর্ষে । হে নূতন, নাহি জানি --হে অপরিচিত জীবনের কোন ক্ষণে হইলে উদয় । মুখ-দুঃখ যাহা দাও, হব তাহে প্রাত, নতশিরে লব ওগো, জয়-পরাজয় ! দিবে কারে জয়মাল্য—মহিমা-মণ্ডিত, তোমার নিশ্বাসে কোথা জাগিবে প্রলয় । দিবে মুছে কার ভালে তিলক অঙ্কিত, আছে বুঝি তারি মাঝে মানবে অভয় ! উৎসাহের মন্ত্ৰ তুমি শুনাইবে কাণে পতিতের ; উঠিবে সে ত্যজি ধরাসন ! আশা’হীনে দিবে আশা, শোকার্ত পরাণে সাস্তুনার স্নিগ্ধ বারি করিবে সিঞ্চন ! দুর্গম জীবন-পথ তোমার কল্যাণে উত্তরিব, জানি আমি,–হে বর্ষ নুতন ! শ্ৰীগিরিজানাথ মুখোপাধ্যায়