পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা । ] বিদ্যাপতি-প্রসঙ্গ । Ե(է ভবসিংহ রাজা হন। তিনিও অল্পকাল রাজত্ব করেন এবং তাহার পর তাহার জ্যেষ্ঠপুত্র দেবসিংহ পিতৃসিংহাসনে অধিষ্ঠিত হন । • এই ভবসিংহ এবং দেবসিংহের সভাও কবি বিদ্যাপতি আলস্কৃত করিয়াছিলেন। তাহার গীতের মাধুরীসৌরভ তখন চারিদিকে ব্যাপ্ত হইতেছিল। দেবসিংহের পুত্র শিবসিংহ পুৰ্ব্ব হইতেই এই কবির গুণপক্ষপাতী ছিলেন। এজন্ত তিনি পিতার মৃত্যুর পর য়াজপদ পাইয়াই (১৩২৪ শকাব্দে) কবির কবিত্বের মর্য্যাদাস্বরূপ র্তাহাকে বিসপী (বর্তমান নাম বিস্কী বা বিসপী) গ্রামখানি দান করেন । কবি বিদ্যাপতি শব্দশাস্ত্র, অলঙ্কার, দর্শন এবং স্মৃতিশাস্ত্রে বিশেষ ব্যুৎপন্ন ছিলেন । তবে স্বাভাবিকী উচ্চকবিত্বশক্তির ফলে কাব্যালোচনাতেই তাহার সমধিক অনুরাগ ছিল । রাজা শিবসিংহুও যেমন সাহসী ও যেমন তেজস্বী,তেমনই সুরসিক কাব্যামোদীও ছিলেন । এজন্ত র্তাহার সময়েই কবির প্রকৃত গুণগৌরব চতুর্দিকে ধ্বনিত হয়। স্বীয় সুরম্য হৰ্ম্মতলে বসিয়া প্রবলপরাক্রান্ত মোগলসম্রাট পৰ্য্যন্ত সে গুণগৌরবে মুগ্ধ ও চমকিত হইয়াছিলেন । কবি বিদ্যাপতি প্রসিদ্ধ পক্ষধরমিশ্রেয় সমসাময়িক এবং সমপাঠী, এরূপ শুনিতে পাওয়া যায়। উভয়ে বে সমসাময়িক, তাহাতে সন্দেহ নাই, তবে সমপাঠা কি না, সে পক্ষে সংশয় আছে । কেহ কেহ বলেন, “কবি ১৩২৩ শকাব্দে বিস্ফীগ্রাম লাভ করেন,কিন্তু মৈথিল পণ্ডিতের প্রমাণে তাহ ঠিক বলিয়া বোধ হয় না । তবে আমি বখন এ বিষয়ে তেমন 8 অমুসন্ধান করিতে পারি নাই, তখন উভয় মতেরই উল্লেখমাত্র করিয়া অগত্যা মুধীভির্বিভাব্যম্’ বলিয়াই , ক্ষান্ত হইতেছি। বিশেষত এশ্রেণীর সমালোচনায় সামান্ত এক বৎসরের পার্থক্যটা বিশেষ ক্ষতিকর বলিয়া বোধ হয় না । এখন আমরা দেখিতে পাইতেছি ষে, কবি বিদ্যাপতি রাজা কীৰ্ত্তিসিংহ, ভবসিংহ, দেবসিংহ এবং তৎপুত্র শিবসিংহের সভাপণ্ডিত ছিলেন । সুতরাং এরূপ অনুমান অসঙ্গত নহে যে, রাজা শিবসিংহের সময়ে কবির বয়স যৌবনের শেষসীমার বা প্রৌঢ়ত্বে উপনীত হইতেছিল। তামাদের মনে হয়, কবি ১২৮০ ও ১২৯০ শকের মধ্যবৰ্ত্তী কোন সময়ে জন্মগ্রহণ করেন। রাজা শিবসিংহের পর •রাণী লছিমার রাজত্বকালে কবি র্তাহার উপদেশকৰূপে রাজসভায় বিদ্যমান ছিলেন । রাণী লছিমার পর তাহার দেবর পদ্মসিংহ মিথিলার রাজা হন । ইহার সময়েও কবি রাজার সভাপণ্ডিতরূপে নিজ কবিত্বের মাধুৰ্য্যে জনগণকে মুগ্ধ করিতেছিলেন। পদ্মসিংহের পর তাহীর পত্নী বিশ্বাসদেবী মিথিলার রাণী । হন । ইহার সভাতেও আমরা বিদ্যাপতিকে দেখিতে পাই, তবে তখন তিনি জীবনের শেষসীমায় উপনীত । আমাদের বোধ হয়, কবি প্রায় অশীতিবর্ষ পৰ্য্যন্ত জীবিত ছিলেন। কারণ যতদূর জানিতে পারা গিয়াছে, তাহাতে বুঝা যায়, রাজা শিবসিংহ ৩বৎসর, রাণী লছিম eবৎসর, তৎপরে পদ্মসিংহ ১বৎসর এবং তৎপত্নী বিশ্বাসদেবী ১২ বৎসর রাজত্ব করেন।