পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵAy शत्रफलनि । [ ծայ:

  • -سمتعصم بجےجی=سیاتےایسے

ஏதேன. ஈரான இன ர/ άγ/θάηγγ/ γη zmaz, চারিদিকে ঘন জঙ্গল ও বাশবন, পুষ্করিণীর দু না পাড়াঙ্গাঙ্গে উঠে ন// জল সবুজবর্ণ, দিনে ছপুরে,শেফুলের ডাকে রাজলক্ষ্মীর চিত্ত উস্তান্ত হইয়া উঠে। বিহারী কহিল, “মা, জন্মভূমি বটে, কিন্তু ‘স্বর্গাদপি গরীয়সী কোনমতেই বলিতে তাচ্ছিল্য প্রকাশ করিয়া معماری পারি না। কলিকাতায় চল । এখানে । তোমাকে পরিত্যাগ করিয়া গেলে আমার অধৰ্ম্ম হইবে।” রাজলক্ষীরও প্রাণ ছাপাইয়া উঠিয়াছিল, এমন সময় বিনোদিনী আসিয়া তাছাকে আশ্রয় দিল এবং আশ্রয় করিল। বিনোদিনীর পরিচয় প্রথমেই দেওয়া হইয়াছে। এক সময়ে মহেন্দ্র এবং তদভাবে বিহারীর সহিত তাহার বিবাহের প্রস্তাব হইয়াছিল। বিধিনিবন্ধে যাহার সহিত তাহার শুভবিবাহ হুয়, সে লোকটির সমস্ত অন্তরিক্রিয়ের মধ্যে প্লীহাই ছিল সৰ্ব্বাপেক্ষা প্রবল। সেই প্লীহার অতিভারেই সে দীর্ঘকাল জীবন ধারণ করিতে পারিল না। তাহার মৃত্যুর পর হইতে বিনোদিনী, জঙ্গলের মধ্যে একটিমাত্র উদ্যানলতার মত, নিরানন্দ পল্লীর মধ্যে মুহ্যমানভাবে জীবনযাপন করিতেছিল। অদ্য সেই অনাথ আসিয়া তাহার রাজলক্ষ্মী পিস্-শাশ ঠাকরুণকে ভক্তিভরে প্রণাম করিল এব• তাহার সেবার আত্মসমপণ করিয়া দিল । সেবা ইহাকেই বলে ! মুহুর্তের জন্য আলস্য নাই ! কেমন পরিপাটি কাজ, কেমন সুন্দর রান্না, কেমন সুমিষ্ট কথাবার্তা ! রাজলক্ষ্মী বলেন—“বেলা হইল মা, তুমি ছুটি খাওগে যাও !” রাজলক্ষ্মী বলেন, “এমন করিলে যে তোমার অসুখ করিবে মা !” বিনোদিনী নিজের প্রতি নিরতিশয় —“আমাদের দুঃখের শীরে %श्१ করে না পিসিমা । আহা, কতদিন পরে জন্মভূমিতে আসিয়াছ, এখানে কি আছে, কি দিয়া তোমাকে আদর করিব !” বিহারী দুইদিনে পাড়ার কৰ্ত্ত হইয়৷ উঠিল । কেহ তাহার কাছে রোগের ঔষধ, কেহ বা মকদ্দমার পরামর্শ লইতে আসে, কেহ বা নিজের ছেলেকে বড় আপিসে কাজ জুটাইয়া দিবার জন্য তাহাকে ধরে, কেহ বা তাহার কাছে দরখাস্ত লিথাইয়া লয়। বৃদ্ধদের তাস-পাশার বৈঠক হইতে বাগদিদের তাড়িপানসভা পর্য্যন্ত সৰ্ব্বত্র সে তাহার সকৌতুক কৌতুহল এবং স্বাভাবিক হৃদ্যতা লইয়৷ যাতায়াত করিত-কেহ তাহাকে দূর মনে করিত না, অথচ সকলেই তাহাকে সম্মান করিত । বিনোদিনী অন্তঃপুরের অন্তরাল হইতে, এই অস্থানে পতিত কলিকাতার ছেলেটির নিৰ্ব্বাসনদণ্ড যথাসাধ্য লঘু করিবার চেষ্টা করিত। বিহারী প্রত্যেকবার পাড়া পৰ্য্যটন করিয়া আসিয়া দেখিত, কে তাহার ঘরটিকে প্রত্যেকবার পরিপাটি-পরিচ্ছন্ন করিয়া রাখি স্বাছে, একটি র্কাসার গ্লাসে দুচারটি ফুল এবং পাতার তোড়া সাজাইরাছে এবং তাহার গদির একধারে বঙ্কিম ও দীনবন্ধুর গ্রন্থাবলী গুছাইয়া রাখিয়াছে। গ্রন্থের ভিতরের