পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন । سوخوا বারবার তার চোখ দিয়া জল উছলিয়া উঠিতে লাগিল । সেদিন রাজলক্ষ্মী বিহারীকে বারবার আসিয়া বলিলেন, “যাও বাবা, তুমি স্নান করগে যাও । এখানে তোমার বড় অনিয়ম হইতেছে!” বিহারীরও সেদিন স্নানাহারে যেন প্রবৃত্তি ছিল না—সে কহিল—“মা, আমার মত লক্ষ্মীছাড়ার অনিয়মেই ভাল থাকে !” রাজলক্ষ্মী পীড়াপীড়ি করিয়া কহিলেন— “না বাছা, তুমি স্নান করিতে যাও!” বিহারী সহস্রবার অনুরুদ্ধ হষ্টয়া নাহিতে গেল। সে ঘরের বাহির হইবামাত্রই রাজলক্ষ্মী বহির ভিতর হইতে তাড়াতাড়ি সেই কুঞ্চিত দলিত চিঠিখানি বাহির করিয়া লইলেন । g বিনোদিনীর হাতে চিঠি দিয়া কহিলেন, “८नष उ भा, भशैन् विशबौटक कि লিখিয়াছে !” বিনোদিনী পড়িয়া শুনাইতে লাগিল । মহেন্দ্র প্রথমটা মার কথা লিথিয়াছে, কিন্তু সে অতি অল্পই—বিহারী যতটুকু শুনাইয়াছিল, তাহার অধিক নহে । তার পরেই আশার কথা ! মহেন্দ্র রঙ্গে রহস্যে আনন্দে যেন মাতাল হইরা লিখি ब्रटिष् । বিনোদিনী একটুখানি পড়িয়া শুনাইয়াই লজ্জিত হইয়া থামিয়া কহিল, “পিসিমা, ও আর কি শুনিবে !” রাজলক্ষ্মীর স্নেহব্যগ্র মুখের ভাব এক মুহূর্তের মধ্যেই পাথরের মত শক্ত হইয়৷ যেন জমির গেল ! রাজলক্ষ্মী একটুখানি [ऐजाछै। চুপ করিয়া রছিলেন, তার পরে বলিলেন, “থাকৃ!” বলিয়া চিঠি ফিরৎ না লইয়াই চলিয়া গেলেন । বিনোদিনী সেই চিঠিখান লইর ঘরে ঢুকিল ভিতর হইতে দ্বার বন্ধ করিয়া বিছানার উপয় বসিয়া পড়িতে লাগিল ! চিঠির মধ্যে বিনোদিনী কি রস পাইল, তাহা বিনোদিনীই জানে। কিন্তু তাহ কৌতুকরস নহে। বারবার করিয়া পড়িতে পড়িতে তাহার দুই চক্ষু মধ্যাস্তুের বালুকার মত জলিতে লাগিল, তাহার নিশ্বাস মরুভূমির বাতাসের মত উত্তপ্ত হইয়া উঠিল ! মহেন্দ্র কেমন, আশা কেমন, মহেন্দ্রআশার প্রণয় কেমন, ইহাই তাহার মনের মধ্যে কেবলি পাক থাইতে লাগিল ! চিঠিখান কোলের উপর চাপিয়া ধরিয়া পা ছড়াইয়া দেয়ালের উপর হেলান্‌ দিয়া অনেকক্ষণ সন্মুখে চাহিয়া বসিয়া রহিল । মহেঞ্জের সে চিঠি বিহারী আর খুজিয়া পাইল না ! সেইদিন মধ্যাহ্লে হঠাৎ অন্নপূর্ণ আসিয়া উপস্থিত। দুঃসংবাদের আশঙ্কা করিয়া রাজলক্ষ্মীর বুকটা হঠাৎ কঁাপিয়া উঠিল— কোন প্রশ্ন করিতে তিনি সাহস করিলেন না, অন্নপূর্ণার দিকে পাংশুবর্ণমুখে চাহিয়া রছিলেন । - - অন্নপূর্ণ কহিলেন, দিদি, কলিকাতার খবর সব ভাল।” - রাজলক্ষ্মী কহিলেন—“তবে তুমি এখানে -- যে p. অন্নপূর্ণ কহিলেন—“দিদি, তোমার ঘরकन्नात्र खांब बि ज७’ंग ! बांश्चiब्र'चांद्म