পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$ly बझंमि.। [ श्रांशांछ । kপ্রকারে আনন্দপ্রকাশ করিয়া পরে টাকাটি ফুলিবার সময়ে বলিলেন, “ওহে ! আট আন কম দিলে কেন ?” দারোগীবাবু অপ্রস্তুত হইয়া ভাবিতেছেন, বোধ হয় টাকার মধ্যে কোনপ্রকারে একটা আদুলি থাকিয়া গিয়াছে। সঙ্গের বন্ধুটি বুঝিতে পারিয়া একটু হালিৰামাত্র বলিলেন, “আমি যার নিকট টাকা লইয়াছিলাম, তাহাকে টাকা দিয়াছি, এখন এই টাকা ব্যাঙ্কে রাখিতে গেলে, গাড়িভাড়াটা কি আমাকে দিতে হবে ?” দারোগীবাবুর হলো "সাপের ছুচে ধরা !” সাহস করিয়া বলতেও পারেন না যে, গাড়িভাড়ার আট আনা আমি দিতেছি, আবার দিবনা-ও বলতে পারেন না । বিদ্যা সাগর মহাশয় বলিলেন, “আর আট আনা না পেলে আমি ও টাকা বাক্সে তুলিব না।” ক্ষণকাল এইরূপ রঙ্গরসে সময়তিপাত্ত করিয়া বলিলেন, “যখন আমার লোক্সান করিলে, তখন আর কিছু লোক্সান কর!” পাঠক ! এখন বুঝিয়। লউন, এ লোক্সানে দারোগীবাবুর রসনার কিরূপ পরিতৃপ্তি হইয়াছিল । শ্ৰীচণ্ডীচরণ বন্দ্যোপাধ্যtয় । আচাৰ্য্য জগদীশের জয়বাৰ্ত্ত। ـح=>�ج کsسـصـ নিজের প্রতি শ্রদ্ধা মনের মাংসপেশী। তাহা মনকে উদ্ধে খাড়া করিয়া রাখে এবং কৰ্ম্মের প্রতি চালনা করে । যে জাতি নিজের প্রতি শ্রদ্ধা ছারাইতে বসে, সে চলৎ শক্তিরহিত হইয়া পড়ে। ब्राडैीग्ने चांपैौनउांब्र अडांद उांब्रउदांगैौग्न পক্ষে গুরুতর অভাব নহে ; কারণ, ভারতবর্ষে রাষ্ট্রতন্ত্র তেমন ব্যাপক ও প্রাণবৎ ছিল नं । भूमणमांtनग्न श्रांभाण पञांभब्रl ब्रांछाব্যাপারে স্বাধীন ছিলাম না, কিন্তু নিজেদের ধৰ্ম্মকৰ্ম্ম, বিদ্যাবুদ্ধি ও সৰ্ব্বপ্রকার ক্ষমতার প্রতি অশ্রদ্ধা জন্মিবার কোন কারণ ঘটে नॉरैः । . - ইংরাজের আমলে আমাদের সেই আত্মপুং শ্রদ্ধার উপরে ঘা লাগিয়াছে। আমরা স্বধে । আছি, স্বচ্ছদে আছি, নিরাপদে আছি ; কিন্তু । আমরা সকল বিষয়েই অযোগ্য, এই ধারণী". বাহির হইতে ও ভিতর হইতে আমাদিগকে. আক্রমণ করিতেছে । এমন আত্মঘাতি-” ধারণ আমাদের পক্ষে আর কিছুই হইতোক পারে না । ಘ್ನ নিজের প্রতি এই শ্রদ্ধারক্ষার জন্তুn আমাদের শিক্ষিত সমাজের মধ্যে একটঃ লড়াই চলিতেছে। ইহা আত্মরক্ষার লড়াই ... আমাদের সমস্তই ভাল, ইছাই আমরা প্রাণং পণে ঘোযণা করিবার চেষ্টা করিতেছি। બરેક