পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇSy বঙ্গদর্শন। [ ভাদ্র। নীতিৰিৎ পণ্ডিত খু• পু• ৬ষ্ঠ শতাব্দীতে গ্ৰীসদেশে বিদ্যমান ছিলেন, তদ্বিষয়ে কোন সন্দেহ নাই। প্লেটো ( Plato ) লিখিয়াছেন, সক্রেটিস (Socrates) কারারুদ্ধ *স্থায় ইসক্ষের গল্পসমূহ পদ্যে অনুবাদ করিয়া সময় ক্ষেপণ করিতেন । আরিষ্টো*ffivt (Aristophanes) è tres *ft** চারিবার উল্লেখ করিয়াছেন। আরিষ্টোটল (Aristotle) ইসফের একটি গল্প এক ভাবে উদ্ধৃত করিয়াছেন, লুসিয়ান ( Lucian ) সেই গল্পটিই অন্তভাবে উদ্ধৃত করিয়াছেন। এই সকল প্রমাণ দেখিয়া বোধ হয়, ইসফ কতকগুলি গল্প রচনা করিয়াছিলেন । কিন্তু তিনি উহ। কখনও লিপিবদ্ধ করেন নাই এবং বহুকাল পূৰ্ব্বে র্তাহার রচিত গল্পনিচয় লোকস্মৃতির অতীতু হইয়া গিয়াছে। ‘ইসফ এই নাম মাত্র অবশিষ্ট রহিয়াছে। ইউরোপীয় ভাষায় ইসফস ফেবল, কোথা হইতে আসিল, ইহার অনুসন্ধান করিতে যাইয়া ইংলণ্ডদেশীয় অধ্যাপক রীজ, cgfēER (Rhys Davids) stefqu fyz করিয়াছেন যে, উহা তুকিস্থান হইতে পারগৃহীত হইয়াছিল। খৃষ্টীয় চতুর্দশ শতাব্দীর stīts **nètestētatojn (Constantinople) Horaz z twfsgs ( Planudes)নামক একজন কৃতবিদ্য ধৰ্ম্মযাজক কতকগুলি গল্প সংগ্ৰহ করিয়া একখানি পুস্তক প্রণয়ন করেন। গ্রন্থকার ঐ পুস্তক ‘ইসফস ফেবল এই নামে অভিহিত করেন। প্লাহুডিজ, শুনিয়াছিলেন, গ্রীসে প্রাচীন কালে ইসফ নামে একজন নীতিবিৎ পণ্ডিত জন্মগ্রহণ করিয়াছিলেন। উক্ত পণ্ডিতের নাম চির স্মরণীয় করিবার অভিপ্রায়ে তিনি স্বীয় গ্রন্থ ইসফুস ফেবল নামে প্রকাশিত করেন। খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগে ইটালীয় অন্তর্গত মিলান নগরে উক্ত গ্রন্থের প্রথম মুদ্রণ পরিনিম্পন্ন হয়। তদনন্তর ক্রমে ক্রমে ইউরোপের সমস্ত ভাষায় প্লামুডিজ-কৃত গ্রন্থ অমুবাদিত ও মুদ্রিত হইয়াছিল। প্লামুডিজ, নানাস্থান হইতে গল্প সঙ্কলন করিয়া স্বীয় গ্রন্থের অস্তনিবিষ্ট করিয়াছিলেন। খৃঃ পূe প্রথম শতাব্দীতে বাfব্রয়াস ( Babrius)নামক একজন গ্ৰীক কবি পদ্যে কতকগুলি গল্প রচনা করিয়াছিলেন । উহার কতিপয় গল্প প্লামুডিজ কৃত ইসফুস ফেবলে পরিদৃষ্ট হয়। ফিড্রস্ ( Phedrus ) নামক লাটান কবির উদ্ভাবিত কয়েকটি গল্পও প্লামুডিজ, রূপান্তরিত করিয়া গ্রহণ করিয়াছিলেন । অপর গল্পগুলি প্লাহুডিজ, সাক্ষাৎসম্বন্ধে ভারতবর্ষ হইতে প্রাপ্ত হন । এমন কি, পাশ্চাত্য পণ্ডিতগণ বছগবেষণা দ্বারা অবধারণ করিয়াছেন যে, গ্রীক কবি বাত্ৰিয়াস এবং লাটান কৰি ফিড্রস উভয়েই ভারতবর্ষীয় গল্প যথাক্রমে গ্রীক ও লাটৗন পদ্যে অমুবাদিত করিয়া স্ব স্ব গ্রন্থ বিপ্লচন করিয়াছিলেন । ভারতবর্ষীয় গল্পসমূহ বিভিন্ন সময়ে ইউরোপে সংনীত হইয়াছিল ; যথা— (১) আলেক্জাগুার ভারতবর্ধ আক্রমণ করিবার পূৰ্ব্বে নানাহুত্রে কতিপয় ভারত ববীয় গল্প ইউরোপে প্রবেশ করে। ঐ সকল গল্প ইসফের নামে প্রচারিত হয়g (२) यथन चारणकूछांeाब्र छाँब्र७ আক্রমণ করেন,তখন (খৃ.পূ. ৪র্থ শতাব্দীতে)