পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిe R বঙ্গদর্শন । [ কাৰ্ত্তি তখন রাণী বলিলেন, “কিন্তু কে “আমি কি করিব ?” র্তাহাকে বলিবে ?” "তিনি জিজ্ঞাসা করিয়াছেন, তোমার *কেন, আমি বলিব । আমি একবার অন্ত অলঙ্কারের উপর অনুরাগ আছে তাহার কাছে গিয়াছিলাম।” রাণী কৌতুহল সংবরণ করিতে পারিলেন না, অত্যন্ত আগ্রহের সহিত কহিলেন, “সত্য ? তিনি কি বলিলেন ?” “তিনি বলিয়াছেন, তোমার বাসন পূর্ণ হইবে। তবে সে কথা স্পষ্ট বলেন নাই । বোধ হয়, তিনি দিবেন।” “আমাকে কি করিতে হইবে ?” “র্তাহীকে জিজ্ঞাসা করিব । কিন্তু রাজ। ঘূণাক্ষরেও এ কথা শুনিতে পাইলে বিপদ হইবে।” “তিনি শুনিলে আমায় ভৎসনা করিবেন । তাহাকে কোন কথা বলা হইবে না ।” 4. “তুমি না বলিলে আর কে বলিবে ? যদি বল ত আবার ফকীরের কাছে যাই ।” রাণী তৎক্ষণাং সন্মত হইলেন । রাজা জহুরী ডাকিয়া মুক্তামাল দেখিতেছিলেন, রাণী ফকীরের নিকট প্রার্থী হইলেন । প্রতাপসিংহ সে কথা কিছু জানিতে পারি লেন না । ছলনা। মীরা নিত্য সন্ন্যাসীর নিকট যায়, নিত্য আসিয়া রাণীকে নানা কথা বলে। একদিন বলিল, “সন্ন্যাসী বলিয়াছেন যে, সোনা রূপা যত সহজে পাওরা যায়, মুক্ত তত সহজে পাওয়া যায় না। সে জন্ত তোমাকেও একটু চেষ্টা করিতে হইবে।” কি না। থাকিলে মুক্তার মালা পাওয়া যাইবে না । আর সকল অলঙ্কারের মায়া ত্যাগ করিয়া কেবল সেই মুক্তামালার কথা ভাবিতে হইবে ।” রাণী বলিলেন, “আমি ত তাই ভাবিতেছি, অন্ত কোন অলঙ্কারের কথা আমার মনে ও নাই ** “তিনি আর ও বলিয়া দিয়াছেন যে, তিনদিন এক বেলা অন্ন, আর এক বেলা ফলমূল আহার করিয়া শুদ্ধাচারিণী হইয়। থাকিবে ।” রাণী সেইমত করিলেন। তাহার পর মীরা আসিয়া বলিল, “সন্ন্যাসী বলিয়াছেন যে, রাত্রিকালে তোমাকে একেলা সকল অলঙ্কার একট বাক্সে পূরিয়া অন্দরমহলের উদ্যানে কোন বৃক্ষমূলে পুতিয়। রাখিতে হইবে । তুমি চলিয়া আসিলে পর, আমি সন্ন্যাসীকে গোপনে সেই স্থানে লইয়া আসিব । তিনি সেই স্থানে মন্ত্রপাঠ করিলে পর, তুমি মুক্তামাল পাইবে।” রাণী বলিলেন, “সন্ন্যাসী কোথা ও যান না, এখানে আসিবেন কেন ? আর অামার অলঙ্কার কতক্ষণ প্রোথিত থাকিবে ?” “তোমার জন্ত তিনি আসিবেন ; তোমার অলঙ্কার মাটীতে পুতিয়া তাহার উপর বসিয়া মন্ত্র না বলিলে মুক্তামালী হইবে না। পরদিবস ভূমি অলঙ্কার বাহির করিয়া লইও **