পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থান-পরিবর্তন । বঙ্গদর্শন অফিস ও মজুমদার লাইব্রেরী ২০ নং কর্ণওয়ালিস ষ্ট্রীটে উঠিয়া আসিয়াছে, পত্রাদি এই ঠিকানায় পাঠাইতে হইবে । মজুমদার লাইব্রেরী— এখানে যাৰদীয় যাংলা পুস্তক ও বিদ্যালয়পাঠ্য সমস্ত গ্রন্থাদি সুবিধায় প্রাপ্তব্য । নুতন পুস্তক। শ্ৰীযুক্ত দীনেশচন্দ্র সেন বি, এ, প্রণীত । “বঙ্গভাষা ও সাহিত্য - দ্বিতীয় সংস্করণ,—-প্রথম সংস্করণ অপেক্ষা আকারে অনেক বড়। বিস্তর নূতন বিষয়ের সমাবেশ। এ শ্রেণীর এমন গ্রন্থ আর প্রকাশিত হর নাই । প্রধান প্রধান লেখক ও সমালোচকগণ শতমুখে ইহার প্রশংসা করিয়াছেন। ভাল কাগজ, উৎকৃষ্ট বাধাই। মূল্য ৪২ চার টাকা । শ্ৰীযুক্ত সত্যেন্দ্রনাথ ঠাকুর, সি, এস, প্রণীত। বৌদ্ধধৰ্ম্ম । বৌদ্ধধৰ্ম্মসম্বন্ধে এমন গবেষণাপূর্ণ পুস্তক বঙ্গভাষায় ইতিপূৰ্ব্বে প্রকাশিত হয় নাই ! মূল্য বাধাই ২২, পেপার ১ । শ্ৰীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর অনুদিত। চওকৌশিক দ•, বেণীসংস্কার ১v• । সমালোচনী । নূতন ধরণের মাসিক পত্র। আকার ডবল ক্রাউন তিন ফৰ্ম্ম । ছাপা-কাগজ উৎকৃষ্ট। যার্ষিক মূল্য মোট ১২ এক টাকা। প্রথম ও দ্বিতীয় সংখ্যার, রবীন্দ্রবাবু, শ্ৰীশবাবু, নগেন্দ্রবাবু, প্রমগবাবু, শৈলেশবাবু প্রভৃতির লেখা আছে । মূল্যাদি নিম্নলিখিত ঠিকানায় প্রেরিতব্য । 魏 শ্ৰীস্তবোধচন্দ্র মজুমদার বি, এ,— ২• কর্ণওয়ালিস ষ্ট্রট, কলিকাতা। কুন্তলীনের পুরস্কার। '\లిeb | নগদ একশত টাকা । ১ম পুরস্কার ২৫২, দ্বিতীয় ২০২, তৃতীয় ১৫২, ৪র্থ—১০২, এবং আর ছয়টি ৫২ টাকার। উৎকৃষ্ট ক্ষুদ্র উপন্যাস, গল্প, বিচিত্র অথবা কৌতুকাবহ ঘটনা বা ডিটেক্‌টিভ কাহিনীতে, কোন প্রকারে গল্পের সৌন্দর্য্য নষ্ট না করিয়া, কৌশলে কুন্তলীন এবং এসেন্স দেলখোসের অবতারণা কুরিতে হইবে। অথচ কোন প্রকারে বিজ্ঞাপন বিবেচিত না হয়। ২৯শে পৌষের মধ্যে রচনা পৌছান চাই । এইচ বস্থ, ৬২ নং বৌবাজার, কলিকাতা ।