পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্ট্যাটিসৃটিক্স-রহস্য। সোমবার। বিলাসপুরের থানায় চৌকীদারেরা হাজির দিতে আসিয়াছে। পুলিস-বাঙ্গলোর সম্মুখে দুষ্ট দুই খানি ইষ্টকরচিত ক্ষুদ্র বেদী সমান্তরাল শ্রেণীতে বিভক্ত, এবং সংখ্যায় প্রায় দেড় শত । ইহাই তাহাদের বসিবার স্থান । পুলিসের ভাষায় ইহার নামান্তর ‘বিট’ জনত্রিশেক নীল-কুর্ত-পরিহিত এবং সেই রংয়ের পাগড়ীধারী চৌকীদার নিজ নিজ নির্দিষ্ট স্থান অধিকার করিয়া বসিয়া আছে এবং জমাদারসাহেবের আগমন প্রতীক্ষার অঙ্কুটস্বরে নিজেদের ভিতর কলহ-কচুকচি সুরু করিয়া দিয়াছে । তাহাতে লোষ্ট্র,াহত মধুক্রমবৎ, হাটে সমাগত জ নকল্লোলের দূরপ্রুত অস্পষ্টধ্বনিবৎ, একটা অব্যক্ত কণ্ঠমৰ্ম্মর স্থানটাকে মুখরিত করিয়া তুলিয়াছে। প্রত্যেক চৌকীদারের হাতের কাছে হয় সুত বা দুগ্ধভাও, পাবাধা দুটো একটা “মমুনিষিদ্ধ পক্ষী” অথবা তাহারই কয়টা অগুমাত্র সা জান—নছিলে হাজিরা জমে না । জন কয়েক চৌকীদার থানার সংলগ্ন দ্বারোগ-সাহেবের ফুল ও তরকারির বাগান কোদালি-সহযোগে খনন কয়িতেছে, তাছাদৈর গায়ের কুর্ত ও মাথার পাগড়া সম্মুখবৰ্ত্তী মখখগাছের শাখাপ্রশাখায় লম্বমান ररेग्न “डेकिं”दिब्रहिठ (प्लोकौनांब्र-छौवन প্রত্যক্ষ করিতেছে। चलूटब्र नौब्र थांदब्र জন কতক চৌকীদার উর্দি ও কুৰ্ত্তি পরিছিত হইয়াই খুরপী হাতে জমাদার-সাহেবের ঘোড়ার ঘাস ছুলিতে বসিয়া গিয়াছে। মাজ তাহারা বড় মানন্দে আছে, দুই প্ৰহরের পরই বাড়ী ফিরিতে পরিবে । কেন না, স্বয়ং দারোগ-সাহেব তাহার অশ্বযুগল লইয়া তিনদিন হইল দেহাং রওনা হইয়াছেন । তিনি সারে থাকিলে বেচারী দের সন্ধ্যার পূৰ্ব্বে থানা ত্যাগের হুকুম নাই । সাধারণত জমাদারজী বেল ৮টার পূৰ্ব্বে শয্যা ত্যাগ করেন না, “অপসরের” অনুপস্থিতিতে আজ র্তাহার আয়েসের মাত্রা আরো ঘণ্টাখানেক বৰ্দ্ধিত হইয়াছিল। অতএব দক্ষিণ কর্ণের শিরোভাগে গুটিকতক খড়িক রক্ষা করিয়া বামহস্তধৃত আলবোলার নলটি তাম্বুলরাগরক্ত ওষ্ঠfধরে স্পর্শ করিতে করিতে দোদুল্যমান-উদর জমাদার কিষণসহায় যখন থানার আফিল বারান্দায় "তসরিফ’ লইয়া আসিলেন, বেলা তখন দশটা বাজিরা গিয়াছে। বৈশাখী সায়াহ্রের বাত্যাবর্ষাগর্ভ অকালজলদের সঙ্গে কিষণসহণয়ের স্নেহ-চিক্কণ মূর্তিখানির র্যান্থার তুলনা করিতে চান, র্তাহাদের সাদৃশুজ্ঞান নাই, এমত বলিলে