পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৫৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢२९ বঙ্গদশন । [ कोझन । বাধাপ্রাপ্ত হয়,—এবং ঘাটসন্নিহিত স্থানে প্রচুর বারিপাত দেখা যায় । এইজন্তই দাক্ষিণাত্যের বার্ষিক বারিপাত-পরিমাণ গড়ে ত্রিশ ইঞ্চির অধিক না হইলেও, ঘাটের নিকটবৰ্ত্তী প্রদেশের বারিপাত প্রায়ই ৮ ইঞ্চির ও অধিক হইয়া পড়ে " কিন্তু একটা নিদিষ্টস্থানের কয়েকবর্গমাইলবিস্তৃত বনভূমি এবং ঠিকৃ সেই স্থানেরই সম-আয়তন-বিশিষ্ট একটি উন্মুক্ত প্রাস্তরের বার্ষিক বারিপাত-পরিমাণ তুলনা করিলে উভয়ের যে একতা দেখা যাইবে, এ কথা কেহই বলিতে পারেন না,— পরীক্ষা করিলে বনাবৃত-ভূমির বারিপাতপরিমাণ, উন্মুক্ত প্রাস্তরে পতিত বৃষ্টির তুলনায় নিশ্চয়ই অধিক দেখা যাইবে । এখুন দেখা ধাউক, বৃক্ষশূন্তস্তান অপেক্ষ বনভূমিতে অধিক বৃষ্টিপাতের কারণ কি। পাঠকপাঠিকাগণ বোধ হয় জানেন, মিছরি বা ফট কিরি প্রভৃতি কোন দানাদার পদার্থ জলে মিশ্রিত করিলে এবং তাঙ্কাতে উক্ত পদার্থের মিশ্রণ প্রচুর হইলে,—সেই পদার্থই আবার জলের মধ্যে আপনিই দান। বাধিয়া যায়। কিন্তু সেই মিশ্রিত পদার্থটাকে যদি স্থির রাখা যায়, তাহা হইলে তাহাতে প্রায়ই দান সুঞ্চিত হয় না ;–দানা বাধাইবার জন্ত বাছির হইতে একটা উত্তেজনা আবগুক। সেই উত্তেজন দ্বারা একবার দানা ৰাধিতে আরম্ভ কfরলে, জলমিশ্রিত गभरष्ठ श्रृंलांश्{छै; क्लcभ लांनाभग्न छ्हें ब्रा शांब्र । এইজন্ত মিছরি প্রস্তুত করিতে হইলে, দানা উৎপাদনের উত্তেজনাস্বরূপ একখও স্বত্র চিনির রসে নিক্ষেপ করিতে হয় ; তাহারই ফলে এবং প্রচুর-ফট্‌কিরি-মিশ্রিত জল হইতে জমাট ফট্‌কিরি পুন উৎপন্ন করিতে হইলে, মিশ্র পদার্থটাকে কিঞ্চিৎ আলোড়িত করা ব। তাহাতে তজ্জাতীয় একখণ্ড দানাদার পদার্থ নিক্ষেপ করা আধগুক হইয়৷ পড়ে । জঙ্গলাকীর্ণ স্থানের অত্যুচ্চ বৃক্ষসকল, প্রচুরজলীয়বাষ্পপূর্ণ মেঘে,—সেই চিনির রসে নিক্ষিপ্ত স্বরের স্তার কার্য্য করে। যখন আকাশের নিম্নস্তরস্থ বর্ষণোন্মুখ মেঘরাশি বায়ুপ্রবাহে চলিতে থাকে, বর্ষণের জন্ত তখন ইহাতে আর নূতন বাষ্পসঞ্চারের আবশ্যকতা থাকে না ; বর্ষণারম্ভের জন্ত কে বল একটা উত্তেজনার অভাব থাকিয়৷ যায় মাত্র। তা’র পর উচ্চ বৃক্ষশিরে আহত হইয়া সেই উত্তেজনা প্রাপ্ত হষ্টলে, সমস্ত মেঘই বনভূমিতে বর্ষণ করিতে থাকে। এতদ্ব্যতীত যে কারণে বায়ুচালিত মেঘরাশি পৰ্ব্বতপাশ্বে প্রতিহত হইয় প্রচুর বারিবর্ষণ করে, সেটাকে ও আরণ্যভূমির বর্ষণাধিক্যের কারণস্বরূপ উল্লেখ করা যাইতে পারে,—এই প্রকার বর্ষণ উপকূলঙ্গ বনভূমি ও অরণ্যবহুল দ্বীপে প্রায়ই দেখা গির থাকে। এই ত গেল বtহাশক্তিজাত বর্ষণাধিক্যের কথা। ইহা ছাড়া বনভূমিতে অধিক বর্ষণের .আরো কতক গুলি কারণ উল্লেখ কর বাইতে পারে। বৈজ্ঞানিকগণ পরীক্ষা করিয়া দেখিয়াছেন, রৌদ্রতাপে বনভূমির বৃক্ষপত্রাদি হইতে প্রতিদিন যে জলীয় বাষ্প উৎপল্প হইয়া আকাশস্থ হয়, তাহার পরিমাণ এত অধিক যে, সেই বাপ মেঘাকারে পরিণত হইয়া বর্ষণ করিলে, তথাঞ্চার দৈনিক বারি পাতের পরিমাণ প্রায় এক-ইঞ্চি.হইয়