পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুধিষ্ঠিরের দৃতি{সক্তি। অস্তঃকরণে উদয় হইল তাহ নিষ্কপটে সিবেদন করিতেছি । ইহাতে যদি কিছু অপরাধ হয়, তাহী ক্ষমা করিরত আজ্ঞা হইবেক । ২য় পত্র । “ভাই সাহেবের পত্র পাই সকল সমাচার জ্ঞাত হইলাম আপনি অনেক অনেক শাস্ত্রমত লিথিয়াছেন এবং পূৰ্ব্বে যেমন যেমন ছ ষ্টয়াছে তাহা ও লিথিয়াছেন এ সকলি প্রমাণ বটে কিন্তু সৰ্ব্বত্রেই রাজারদিগের এই পণ ষে শরণাগত ত্যাগ করেন না তাহার কারণ এই রাজা যদি শরণাগত ত্যাগ করেন তবে তার রাজ্যের বাহুল্য হয় না এবং পরাক্রমের ও ক্রটি হয়। আপনি রাজা মহেন মহাজন কে বল ব্যাপার বানিজ্য මීක්‍ෂා করিবেন ইছাতে রাজার দ্যায় ব্যবহার কেন অতএব যদি রাজবল্লভ ও কৃষ্ণদাসকে শীঘ্র এখানে পাঠান তবে ভালই নতুবা আপনকার সহিত যুদ্ধ করিব। আপনি যুদ্ধসজ্জা করিবেন, কিন্তু যদি যুদ্ধ না করেন তবে পূৰ্ব্বের যে নিয়মিত রাজকর অাছে এইক্ষণ তাহাই দিবেন আমি আপন চাকরের দিগকে আজ্ঞা করিয়া দিলাম এবং শ্রযুক্ত কোম্পানির নামে যে ক্রয় বিক্রয় হইবেক তাহারি নিয়ম থাকিবেক কিন্তু আর আর যত সাহেব লোকেরা বানিজ্য করিতেছেন তাহারদিগের স্থানে অধিক রাজকর লইব অতএব আপনি বিবেচক সৎপরামর্শ করিয়া পত্রের উত্তর লিখিবেন ।” ক্রদীনেশচন্দ্র সেন । যুধিষ্ঠিরের দৃঢ়তাসক্তি। সমগ্র মহাভারতে ধৰ্ম্মাত্মা যুধিষ্ঠিরের নিষ্কলঙ্ক মহচচরিত্রে এক মাত্র কলঙ্কের উল্লেখ দেখিতে পাওয়া যায়। কৃষ্ণের প্ররোচনায় দ্রোণাচার্য্যের বধসৌকর্য্যার্থ যুধিষ্ঠির আচাৰ্য্যকে মিথ্যা করিয়া বলিয়श्cि^न cष अश्वथाभां निश्ऊ श्ब्रां८छ्न । পুত্রস্তে দয়িতো নিতং সোংশ্বখামা নিপীতিতঃ । শেতে বিনিহন্তে ভূমেী বলে সিংহ শিশু গঁথা । ‘আপনার সেই প্রিয়তম পুত্র অশ্বথামা নিহত হইয়া অরণ্যশায়ী সিংহ শিশুর স্তায় ভূমিশয tয় শয়ন রহিয়াছেন।” স্পষ্টাক্ষরে এই মিথ্যা ক্লথ বলিয়া যুধিষ্ঠির ক্ষান্ত হইতে পারলেন না। অশ্বখাম নামাক হস্তী সেই সময় নিহত হইয়াছিল। অব্যক্তমত্রবীন্দ্রাজ ছতঃ কুঞ্জর ইতু্যত্ব । ‘রাজা অস্পষ্টাক্ষরে কুঞ্জর শব্দ উচ্চারণ করিলেন ।”