পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫২ অশ্ব, অহু বলিতে সেইপ্রকার নিরোধ হয় না। “খ”র উচ্চারণে “জ”র দ্যায় জিহ্বা যাইয়া তালুকে সম্পূর্ণভাবে চাপিয়া ধরে না, ইংরেজি zএর দ্যায় আংশিক স্পর্শ করে মাত্র, সুতরাং অষ বলিতে বাশ্বায়ু নিঃস্থত হইতে পারে। এইপ্রকারে যকারাদি হকার পর্য্যন্ত বর্ণে বাথায়ুর সম্পূর্ণ নিরোধ না হওয়া হেতু তাহারা পূর্ণভাবে উল্লিখিত-উভয়লক্ষণ বিশিষ্ট না হওয়ায় বর্গীয় ব্যঞ্জনবর্ণের, অন্তে স্থাপিত হইয়াছে। য অস্তস্থ ‘য’ এবং ‘ব’ এই দুই বর্ণ যে যুক্তস্বর বা Diphthong মাত্র, তাহ পূৰ্ব্বে বল গিয়াছে। ইহাদের উচ্চারণ যুক্ত ই অ এবং যুক্ত উঅ, তাহাদেরই দ্রুতোচ্চারণ করিতে কখন-কখন কিয়ৎপরিমাণে z এবং bর দ্যায় হইয়া পড়ে। ‘ই’ এবং ‘অ’র সংযোগে ফ-বর্ণের স্বষ্টি হয়, কিন্তু আমরা উহাকে ঠিক বর্গীয় “জ”র ভায় উচ্চারণ করি। যথা, যখন=জখন, কাৰ্য্য কার্জ্য, যাহার=জাহার। ইঅ বর্ণদ্বয়কে একস্বর করিয়া ক্রতোচ্চারণ করিলে ক্রমে কথঞ্চিৎ “জ”র দ্যায় হইয়া আসে। কিন্তু “জ’ বলিতে যে দুইটি উচ্চারণযন্ত্রের অর্থাৎ জিহব ও তালুর সবল সংঘাত হয়, ‘য’ বলিতে তদ্রুপ হয় না। য বলিতে ঐ দুইটি উচ্চারণযন্ত্রের কিঞ্চিম্মাত্র স্পর্শ হয়, সম্পূর্ণ স্পর্শ হয় না। ইংরেজিতে J এবং z এই দুইটি বর্ণের যেরূপ পার্থক্য, জি’ এবং ‘য’র কতকপরিমাণে সেইপ্রকার পার্থক্য। কিন্তু z দস্ত্যবর্ণ আর য তালব্য। সুতরাং তাহদের উচ্চারণ ঠিক এক নহে।. zকে তালু হইতে উচ্চারণ করিলে যেরূপ হয়, ‘য’র উচ্চারণ बङ्गले । [ ৬ষ্ঠ বর্ষ, কাৰ্ত্তিক । সেইরূপ। স্থলত জানিতে হইবে যে, ইহ যুক্ত ইঅ । ( অস্তস্থ ) ব । অস্তস্থ ব । ইহারও আমরা বর্গীয় বকারের দ্যায় উচ্চারণ করিয়া থাকি। যথা ধাবতি, পিবতি, রাবণ ইত্যাদি । কিন্তু জানিতে হইবে যে, বকারটি যুক্তাক্ষর। উঅ বর্ণদ্বয়কে এক করিয়া ব্রুতোচ্চারণ করিলে প্রায় ‘ব’র দ্যায় হইয়া আসে। বর্গীয় ব বলিতে যেরূপ ওষ্ঠদ্বয়ের সংঘাত হয়,অন্তস্থ ব বলিতে তদ্রুপ সম্পূর্ণ সংঘাত হয় না, ইহাতে ওষ্ঠদয় অতি অল্প মিলিত হয় মাত্র, এবং সেইপ্রকার অল্প স্পর্শনে যে প্রকার উচ্চারণ হয়, তাহাই ইহার প্রকৃত উচ্চারণ। ইংরেজি v, আর আমাদের অস্তস্থ বকারের উচ্চারণ কতকপরিমাণে একপ্রকার হইতে পারে। স্থলত জানিতে হইবে যে, ইহা উঅ - বর্ণদ্বয়ের সংক্ষিপ্তোচ্চারণ মাত্ৰ ; কিন্তু সেইরূপ না করিয়া এই বর্ণের অস্বাভাবিক উচ্চারণ হইয়া থাকে। দ্বারকে বলা হয় দার, দ্বি'কে দি ; দা এবং দির মধ্যে ব কিংবা উঅ কিছুই নাই, সুতরাং এইরূপ উচ্চারণ অদ্ভূত। বলা বাহুল্য যে, এই সকল অশুদ্ধোচ্চারণহেতুই সংস্কৃত অনেকসময় আমাদের অবোধ্য হইয়া থাকে। দ্বার এবং দ্বি শব্দের আমরা কথিতভাষাতেই ৯ বরং বিগুদ্ধোচ্চারণ করিয়া থাকি। আমরা দ্বারকে স্কয়ার এবং দ্ধিকে দুই বলি। এস্থলে জানিতে হইবে যে, এই দুয়ার এবং দুই শব্দদ্বয় একএক-শব্দাংশক( Syallable )-মাত্র ; উহারা দ্বিপক্ষাংশক নহে স্বতরাং উহাদের উচ্চারণ ছয় `यरः দুই নহে। উভয় বর্ণকে মিলাইয় একশব্দাংশক করিলে যেরূপ উচ্চারণ করিতে