\లse ব্রাহ্মণ্যধৰ্ম্মই উপযোগী ; আর সে গুহাতন্ত্র আমাদের অপেক্ষ আমাদের বারাণসীর বন্ধুগণ ভাল জানেন ; তুমি যে প্রার্থনা-উপাসনাদির কথা বলিতেছিলে,—কোন-না-কোন আকারে তুমি সেইখানেই তাহ প্রাপ্ত হইবে ; কিন্তু শুধু প্রার্থনা-উপাসনাদি করিলেই যথেষ্ট হইবে না, পুণ্যসঞ্চয় করিবার জন্যও তাহারা তোমাকে উপদেশ করিবেন...’অন্বেষণ করিলেই প্রাপ্ত হইবে ; আমি ৪০ বৎসর . যাবৎ অন্বেষণ করিয়াছি ; তুমি সাহসপুৰ্ব্বক আরো किहूँকলি অন্বেষণ কর । আমাদের মধ্যে তুমি থাকিবার চেষ্টা কর –ন না, যাও — আমাদের শিক্ষাদীক্ষা তোমার উপযোগী হইবে না।” তাহার পর একটু হাসিয়া বলিলেন—“তা ছাড়া, এখনো তোমার সময় আসে নাই ; এখনে তুমি সংসারের ভীষণ মায়াপাশে আবদ্ধ । —“বোধ হয় তাই।” —“তুমি অন্বেষণ করিতেছ, কিন্তু অন্বেষণ 'করিখা পাছে তুমি কিছু পাও, সেজন্তও তোমার ভয় হইতেছে।” * —“তাই বোধ হয় ।” —“আমরা তোমাকে ত্যাগের কথা বলিতেছি, আর তুমি কিনা ভোগের বাসন করিতেছ !..তবে তু i ভ্রমণই কর ; যাও, দিল্লি দেখিয়া মাইস, আগ্রা দেখিয়া আইস ; বাহা তোমার ইচ্ছা হয়, যাহা তোমার ভাল লাগে, যাহাতে তোমার আমোদ হয়, তাহাই *कब्र । ७५७ईऍडू ओमाव्लब निकल्ले अत्रকারকর যে, ভারত হইতে চলিয়া যাইবার পূৰ্বে ভূমি আমাৰে-বাৰাণসীর বদগের श्रदच्चैमि । [ ७टै वर्ष, चबंशांकन । নিকট গিয়া কিছুকাল বিশ্রাম করিৰে ; আমরা তাহাদিগকে সংবাদ দিব, এবং র্তাহার তোমার জন্ত প্রতীক্ষা করিয়া থাকিবেন।”... যে হিন্দুটিকে আমি কাল দেখিয়াছিলাম, তিনি নিস্তন্ধ ছিলেন ; তিনিও অনুকম্পার স্মিতহাস্ত মুখে প্রকটত করিয়া অতীব মধুর দৃষ্টিতে আমাকে দেখিতেছিলেন। এই সময়ে এই বিভিন্নজাতীয় তাপসযুগলকে সহসা অতীব উন্নত, অতীব নমনীয়, অতীব রহস্তময় ও বুদ্ধির অগম্য বলিয়া আমার মনে হইতে লাগিল । সহসা তাহাদের এরূপ পরিবর্তন কেন হইল বুঝিতে না পারিয়া, আমি বিশ্বস্তভাবে ও কৃতজ্ঞচিত্তে র্তাহীদের নিকট . মস্তক অবনত করিলাম । গুলি ভারত ছাড়িয়া যাইবার পূৰ্ব্বে উহাদের বারাণসীর বন্ধুদিগের গৃহে কিছুকাল অবস্থিতি করিতে হইবে,—বেশ ত ! সে ত ভাল কথাই ! আমি আনন্দের সহিত এ প্রস্তাবে সন্মতি দিলাম। আমার মনে কেমন-একটা অগ্রস্থচনা উপস্থিত হইল যে, সেখানকার আধ্যাত্মিক হাওয়াই আমার উপযোগী হইবে। সৰ্ব্বশেষে বারাণসী ; উহাকে এখন আমি হাতে রাখিলাম। আমার ভয় হয়, পাছে কোন অকাট্য প্রমাণ পাইয়া জুইটি বিভীষিকার মধ্যে একটি বিভীষিকাকে জামায় গ্রহণ করিতে হয় । হয়—চিরকালের মত ব্যর্থমনোরথ হইব ; নয়—অন্বেষণ করিয়া কিছু পাইব ; যদি পাই, তাহা হইলে আমার জীবনে একটা স্তন পথ উন্মুক্ত হইবে,-আমার মধুর মরীচিকাগুলি অগুৰ্হিত হইবে।••• 壽 – चैcबTांछिब्रिट्प्रनाथ ठांडूब ।।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৪০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।