হর্ষবৰ্দ্ধন । یکےبچے حد جی ' বৌদ্ধধৰ্ম্মের শেষ অভু্যুথান ও চৈনিক সংস্রব । হর্ষের ইতিহাসের উপাদান —অশোকবৰ্দ্ধনের পর হইতে ভারতে বৌদ্ধধৰ্ম্ম ক্রমশ ক্ষীণতপ্রাপ্ত হইলেও, চীন প্রভৃতি দেশসমূহে ইহার ভিত্তি ক্রমশ দৃঢ় হইতে দৃঢ়তর হইতে থাকায়, ধৰ্ম্মতথ্যামুসন্ধানার্থ বহুসংখ্যক চীনপরিব্ৰাজক ভারতে আগমনপূর্বক বৌদ্ধধর্শ্বের কেন্দ্রগুলি পৰ্য্যবেক্ষণ ও বহুসংখ্যক ধৰ্ম্মগ্রন্থাদি সংগ্ৰহ করিয়া স্বদেশে বৌদ্ধধৰ্ম্মের বিস্তারসাধনে যথেষ্ট সহায়তা করিয়া গিয়াছেন। ইহাদিগের অনেকেরই ভ্রমণবৃত্তান্ত অস্থাপি বর্তমান রহিয়াছে। স্বপ্রসিদ্ধ চীনপরিব্রাজক হিউয়েন-সাং তীর্থযাত্রা উপলক্ষে :৬৩০–৬৪৫ খৃঃ অঃ পৰ্য্যন্ত ) ১৫ বৎসর যাবৎ ভারতের নানাস্থানে পরিভ্রমণ ও অবস্থান করিয়া বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন এবং তাহার বন্ধু হাই-লি ভ্রমণবুত্তান্তের পরিশিষ্টকপে তদীয় জীবনচরিত লিখিয়া তদানীশ্বন-ভারতবিষয়ক আরও কতকগুলি অবশুজ্ঞাতব্য তথ্য জগতের গোচরার্থ প্রকটত করিয়া গিয়াছেন ৷ তীর্থযাত্রীদিগের দ্বারা ওঁ দূতের আদানপ্রদাননিবন্ধন সংগৃহীত ভারত্তসংক্রান্ত তত্ত্বাবলী তাৎকালিক চীনের ইতিহাসেও বহুলপরিমাণে বিদ্যমান রহিয়াছে। পক্ষান্তরে, বাণভট্টনামক হর্ষবৰ্দ্ধনের সভাস্থিত স্বনামপ্রসিদ্ধ সংস্কৃতগ্রন্থকার হর্ষচরিতনামক গ্রন্থে মহারাজ • ফর্ষেয় রাজসভা, শাসন ও আচারব্যবহার 8 সংক্রান্ত অনেকগুলি অবশুজ্ঞাতব্য - বিষয় লিপিবদ্ধ করিয়া ইতিহাসের উপাদানীভূত নানা তথ্যের আবিষ্কার করিয়া গিয়াছেন। এতদ্ব্যতীত বঁাশখের, মধুবন, গঞ্জাম প্রভৃতি স্থানের তাম্রশাসনাদির সাহায্যেও হর্ষবৰ্দ্ধনের বংশাবলী ও বিজয়াদির কতকটা পরিচয় পাওয়া যায়। সুতরাং দেখা যাইতেছে, হিন্দুরাজ্যের শেষ একচ্ছত্র অধীশ্বরের ইতিবৃত্তামুণীলনোপযোগী উপকরণের নিতান্ত অসম্ভাব নাই । o প্রভাকরবর্দ্ধন ও রাজ্যবৰ্দ্ধন –উপযুক্ত । সস্তানের জনকজননী বলিয়া যাহারা জগতে প্রসিদ্ধিলাভ করিয়া গিয়াছেন, কুরুক্ষেত্রপ্রদেশের (বর্তমান কর্ণালের ) অন্তঃপাতী স্থাধীশ্বরথানেশ্বর }-নগরের অধিপতি প্রভাকরবর্দ্ধন ও তদীয় মহিনী যশোমতী তাহাদিগের অন্তর্তম। প্রভাকরের মাত প্রসিদ্ধগুপ্তরাজবংশোদ্ভূত, সুতরাং মাতামহবংশের স্তায় তাহারও রাজ্যবিস্তারাভিলাষ উদ্দীপিত হওয়ায়, পঞ্জাবস্থিত হনদিগকে জয় এবং চিনাব ও ঝিলমনদীর মধ্যবৰ্ত্তী গুর্জররাজ্য অধিকার করিয়া, ঘেীবনসীমায় নবাধিরূঢ় কুমার রাজ্যবৰ্দ্ধনকে ( ৬০৪ খৃঃ অঃ) ছুনদমনার্থ উত্তরপশ্চিম সীমান্তে প্রেরণ করেন এবং তাহার অপেক্ষাও ছয় বৎসরেব কনিষ্ঠ রাজকুমার হৰ্ষবৰ্দ্ধন অশ্বারোহী সেনার অধিনায়কপদে বৃত হইয়া অগ্রজের অন্ধগমনে আদিষ্ট হন। রাজপুত্ৰ
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৪৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।