পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুভিক্ষপীড়িত ভারতে৭ وي উদয়পুরমন্দিরের ব্রাহ্মণ । এই ভীষণ গুহা হইতে প্রায় ২২৫ক্রোশ দূরে, যে দিকে ওঙ্কত ক্রমেই বৃদ্ধি পাইতেছে—সেই উত্তরপশ্চিমাভিমুখে, মেওয়ারদেশের শুভ্রনগর উদয়পুর ;—আমাদের যাত্রাপথে থামিবার একটি সুন্দর আড্ডা। • এই মহাঙ্কুর্ভিক্ষের পথটি ধরিয়া আমি এখন চলিতেছি। এইখানে পৌছিয়াই বহুদূর হইতে দেখা যায়—রাশীকৃত প্রাসাদ ও মন্দুি ধবধৰ করিতেছে ; চারিদিক্‌ পৰ্ব্বতে বেষ্টিত। বৃষ্টির অভাবে, সরস নবীন শাখাপল্লবের স্থলে, শুষ্ক মর পাতা ; অত্রত্য ধরণীর কি অস্বাভাবিক বিষ্ণতা —এই বসন্তকালেও বেশভূষা পরিহার করিয়া পীতবর্ণ ধারণ করিয়াছে। এ সমস্ত সত্বেও, দূর হইতে মনে হয়—নগরটি, বনাচ্ছন্ন ঢালুদেশের পাদমূলে, তরুপুঞ্জের মধ্যে, রহস্তময় শাস্তির নীড়ে বেশ আরামে রহিয়াছে। किरू शृउहे निकछेदखेंौ श्रङछ्,ि झू:१কষ্ট্রের নিদর্শন চারিদিকে ক্রমণ প্রকাশ পাইতেছে। নগরতোরণ পৰ্য্যন্ত ষে রাস্তাটি গিয়াছে, তাহার দুই ধারে সারি-সারি মরাগাছ ; রাস্তায় ভিক্ষুকের বিচরণ করিতেছে— সেন্ধু জীব কেহ কখন চক্ষে দেখে নাই ; উহাদের কঠিন প্রাণ যেন কিছুতেই বাহির হইতে চাহে না ; কিন্তু এবার বােধ হয় শেষ .ইইয়া আসিয়াছে –যেন কতকগুলা আরকেদক্ষিত শী ; কতকওল গুৰু চলৰ অন্থিপঞ্জর চক্ষু কোটরে ঢোকা ; ভিক্ষণ চাহিবার সময় মনে হয়, যেন উহাদের স্বর কণ্ঠের গভীরদেশ হইতে নিঃস্থত হইতেছে। ইহাকু গ্রামপন্ধির লোক, কিংবা ঐ সব লোকের ভগ্নাবশেষ বলিলেও হয়। ইহার দেহভার কোনপ্রকারে বহন করিয়া সহরের দিকে চলিয়াছে। উহার শুনিয়াছে, সেখানে এখনো একমুষ্টি আহার জুটিতে পারে। কিন্তু চলিতে চলিতে প্রায়ই উহার পথের মাঝে মূৰ্ছিত হইয় পড়ে ; দেখা যায়, কতকগুলা লোক ঘননিবিড় ধুলারাশির উপর ইতস্তত গুইয়া আছে ; ক্রমে যন্ত্রণার ছটফটানিতে তাহদের সর্বাঙ্গ ধুলায়. স্নাচ্ছন্ন হইয়া যায় ; তখন উহাদের নগ্নদেহ কঙ্কালের বর্ণ ধারণ করে। এই পথের ধারেই উদয়পুরমহারাজের প্রাসাদের ঘের—উদাস, বিষাদময়। কতকগুলা মসজিদ, মন্দিরের ভগ্নাবশেষ, মৰ্ম্মরপ্রস্তরের ও অতীষ্ঠ প্রস্তরের চতুস্ক (kiosque), মৃত্ত মহারাজদিগের অগ্নিসৎকারের স্থান—কতকগুলা গম্বুজওয়াল ইমারং-কতকগুলা মর-গছ, বাহার শাখার উপর কতকগুলু বানর বসিয়া আছে ; –এই সমস্ত এটার ছাড়াই উঠিছে, দেখিতে পাওয়া বাr - . ভারদেশে—উচ্চ ধবল প্রাকারাবলীর দ্বারদেশে, যেখানে খেল তলোমুর হস্তে কর্তৰওল৷ সিপাহী পাহারা ন্ত্ৰি-দাম