পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भ*म ग१५j। 1 बांब्रां*ांनौ-श्रछिभू८थ । 6:> > , অবলোকন করিতেন ; কিন্তু এখন সেই ক্রীড়াভূমি কণ্টকগুন্মে আচ্ছন্ন, বৃক্ষলতায় আচ্ছন্ন ; অনাবৃষ্টির শুষ্কতায়, এই সব বৃক্ষলতা এক্ষণে পল্লববিরছিত ; এই সায়াহ্লে গ্রীষ্মের জলস্ত উত্তাপ যদি না থাকিত, তাহা হইলে শীতঋতুর আবির্ভাব হইয়াছে বলিয়া সহজেই মনে হইত। এখানে পার্থীতে-পাখীতে একেবারে আচ্ছন্ন ; এত পার্থী ভারতের আর কোন প্রদেশে নাই । পাখীর কণ্ঠস্বর ছাড়া আর কোন শব্দই এখন আমার কানে আসিতেছে না । এই সব গৃহছাদের নিস্তব্ধতা উহাদেরই চীৎকারে ভরপুর ; এই সব শব্দযোনি ধবল মাৰ্ব্বেল উহাদেরই চীৎকারে প্রতিধ্বনিত। সন্ধ্যা নিকটবর্তী হইলে, পক্ষীদের মধ্যে স্থাননির্বাচনের মহাধুম পড়িয়া যায়। আমার নিম্নস্থ ঐ গাছটি কাকে-কাকে ভরিয়া একেবারে কালো হইয়া যাইতেছে ; আর একটি গাছ টিয়াপাখীতে আচ্ছন্ন ;—মরাগাছের ডালের উপর যেন কতকগুল সবুজ পাতা গজাইয়া উঠিয়াছে। ধবলকায় চিল, বড়-বড় ছাড়া শকুনি, চতুষ্পদ পশুদের মত ভূমির উপর বিচরণ_করিতেছে । দুরন্থ সমভূমির উপর ছোট ছোট ধবল গম্বুজ দেখা যাইতেছে ; কোন চিত্ৰই, কোন বস্ত্ৰই, মাৰ্ব্বেলের এই স্বচ্ছু ধবলতার অক্ষকরণ করিতে পারে না। যে ধূলার কুত্ত্বাটিকায় সমস্ত ভূমি আচ্ছন্ন এবং যাহা সন্ধ্যাগমে নীল বর্ণ অথবা ইন্দ্ৰধন্থর বিচিত্রবর্ণ ধারণ করে, সেই কুঙ্কটিকার মধ্য হইতে,—স্থানে-স্থানে এই স্বচ্ছ ধবলতা ফুটিয়া ৰাহির হইতেছে। পুৰ্ব্বে ঐ সব উচ্চ প্রাসাদ বেগমদিগের নিবাসগৃহ ছিল ; জরির পাড়ওয়ালা ওড়না পরিয়া, মণিরত্বে বিভূষিত হইয়া, সুন্দর বক্ষোদেশ অনাবৃত করিয়া ঐ সব সুন্দরী ঐখানে বিচরণ করিত। ঐ সব গম্বুজের মধ্যে তাজের গম্বুজটাই সৰ্ব্বাপেক্ষ বৃহৎ—সেই অতুলনীয় তাজ, --যেখানে মহা-সুলতানা মস্তাজি-মহল ২৭০ বৎসর হইতে মহানিদ্রায় নিমগ্ন । সকলেই তাজ দেখিয়াছে, সকলেই তাজের বর্ণনা করিয়াছে—সেই তাজ, যাহা পৃথিবীর একটি আদর্শস্থানীয় পরমাশ্চৰ্য্য পদার্থ। ক্ষুদ্রায়তন চিত্রে, মিনা’র কারুকার্য্যে,— ঝকৃমকে-শ্ৰীপচকলকা- বিভূষিত-উষ্ণৗষধারিণী মস্তাজি-মহলের * মুখশ্ৰী এখনো সংরক্ষিত – সেই মুখত্র, যাহা নিজ পতি স্বলতানের এতটা প্রেম উদ্দীপিত করিয়াছিল যে, তিনি সেই প্রেমে বিমুগ্ধ হইয়া এ-হেল অশ্রুতপূৰ্ব্ব মূৰ্ত্তিমতী মহিমাচ্ছটার মধ্যে মৃত্যুকে আবদ্ধ করিয়া রাখিয়াছেন। * • ফুর্গের দ্যায় প্রাকারবদ্ধ একটি বৃহৎ গোরস্থান-উস্তানের মধ্যে তাজ অবস্থিত ; এরূপ প্রকাও অমল-ধবল মৰ্ম্মরপ্রস্তরগুপে জগতে আর দ্বিতীয় নাই। উদ্যানের প্রাচীর ধূসর-লোহিত-বর্ণ; বিশাল ঘেরেরচারি কোণে বহিদ্বারের মাথা ছাড়াইয়া শ্বেতপ্রস্তরখচিত যে সব উচ্চ গম্বুজ উঠিয়াছে, তাহাও ধূসরলোহিত-বর্ণ। তাল সাইগ্রেস-ঝাউর পংক্তি, জলের চৌবাচ্ছাওলা, স্বচ্ছায় yoke-elmপ্ৰক্ষশ্রেণী,–সমস্তই একেবারে ঠিৰু সরল-রেখায়

  • পাজালালাপী, DDD DDD DDBB BBS BB DDD DBB BBBS AA BeS

जैर्शन वश दश । Q9