दांनश्नं नरथT । ] ছোট, সে-ই বড় হইতে থাকে; যে গোপনে সুরু করিতে পারে, সেই প্রকাশে সফল হইয়া উঠে। সকল দেশেরই মহত্বের ইতিহাসে যেটা আমাদের চক্ষুর গোচর, তাহ দাড়াইয়া আছে কিসের উপরে ? যেটা আমাদের চক্ষুর গোচর নহে, তাহারই উপর। আমরা যখন নকল করিতে বসি, তখন সেই দৃষ্টিগোচরটারই নকল করিতে ইচ্ছা যায়—যাহা চোখের আড়ালে আছে, তাহা ত আমাদের মনকে ট্যুনে না। এ কথা ভুলিয়া যাই, যাহাদের নামধামকেই জানে না, দেশের সেই শতসহস্র অথাত লোকেরাই নিজের জীবনের অজ্ঞাত কাজগুলি দিয়া যে স্তর বাধিয়া দিতেছে, তাঁহারই উপরে নামজাদ লোকেরা বড় বড় ইমারৎ বানাইয়া তুলিতেছে। এখন যে আমাদিগকে ভি কাটিয়া গোড়াপত্তন করিতে হক্টবে—সে ব্যাপারটা ত, আকাশের উপরকার নহে, তাহ মাটির নীচেকার,-— তাহার সঙ্গে ওয়েষ্টমিনিষ্টারহলের তুলনা করিবার কিছুষ্ট নাই। গোড়ায় সেই গভীরতা, তার পরে উচ্চতা। এই গভীরতার রাজ্যে ম্পদ্ধা নাই, ঘোষণা নাই--সেখানে কেবল নম্রতা অথচ দৃঢ়তা, আত্মগোপন এবং আত্মত্যাগ । এষ্ট সমস্ত ভিতের কাজে, ভিতরের কাজে, মাটির সত্ৰবের কাজে আমাদের মন উঠতেছে না-আমরা একদম চূড়ার উপর জয়ডঙ্ক বাজাইয়া ধ্বজ উড়াইয়া দিতে চাই। স্বয়ং বিশ্বক র্যাও তেমন করিয়া বিশ্বনিৰ্ম্মাণ করেন মই তিনিও যুগ যুগে অপরিস্ফুটকে পরিস্ফুট করিয়া তুলিতেছেন। তাই বলিতেছি, সকল দেশেই গোড়ার কাজটা ঠিকমত চলিতেছে বলিয়াই ডগার কাজটা রক্ষা পাইতেছে ; নেপথ্যের ব্যবস্থা সাহিত্যপরিষদ। ৫৭৩ পাক বলিয়াই রঙ্গমঞ্চের কাজ দিব্য চলিয়া যাইতেছে। স্বাস্থ্যরক্ষা, অন্ন-উপার্জন, জ্ঞানশিক্ষার কাজে দেশ ব্যাপিয়া হাজার হাজার লোক মাটির নীচেকার শিকড়ের মত প্রাণপণে লাগিয়া আছে বলিয়াই সে সকল দেশে সভ্যতার এত শাখাপ্রশাখা, এত পল্লব, এত ফুলফলের প্রাচুর্য্য। এই গোড়াকার অত্যন্ত সাধারণ কাজগুলির মধ্যে যে-কোনো-একটা কাজ করিয়া তোলাষ্ট্র যে আমাদের পক্ষে অসাধারণ হইয়া উঠিয়াছে। দেশের লোককে শিখাইতে হইবে, তাহার উদ্যোগ করিতেই প্রাণ বাহির হইয়া যায় ; থাওয়াইতে হইবে, তাহার সঙ্গতি নাই ; বোগ দূর করিতে হইবে, সাহেব এবং বিধাতার উপর ভাৱ দিয়া বসিয়া আছি। মাষ্ট্ৰলীনি, গারিবান্ডি, হাপুডেন, ক্রমোয়েল হইয়া উঠাই যে একমাত্র বড় কাজ, তাহ নহে ; তাহার পূর্লে গ্রামের মোড়ল, প্লাঠশালার গুরুমশায়, পাড়ার মুরুবি, চাষাভূষার সর্দার হইতে না পারিলে বিদেশের ইতিরক্তকে বাঙ্গ করিবার চেষ্টা একান্তই প্রহসনে পরিণত হইবে। আগে দেশকে স্বদেশ করিতে হইবে, তার পরে রাজ্যকে স্বরাজা করিবার কথা মুখে আনিতে পারিব। অতএব পরিষদের কাজ কি হিসাবে বড় কাজ, এ প্রশ্ন জিজ্ঞাসা করিয়ো না—এ সমস্ত গোড়াকার কাজ -ইহার ছোটবড় নাই । • * দেশকে ভালক্সবির "প্রথম লক্ষণ ও প্রথম কৰ্ত্তব্য দেশকে জানা—এই কথাটা আমাদের দেশ ছাড়া আর কোনোদেশে উল্লেখ মাত্র করাই বাহুল্য", পৃথিবীর অন্যত্র সকলেই আপনার দেশকে বিশেষ করিয়া, তমুত্র করিয়া জানিতেছে। না জানিলে দেশের কাজ
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৫৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।