☾ᎿᏉ8 o এতদিন আমরা ব্রিটিশশাসনের দোষপ্রদর্শন করিতে যাইয়া, বিশেষ বিশেষ রাজকৰ্ম্মচারীর ঔদ্ধত্য বা অজ্ঞতাকেই তজ্জন্ত দায়ী করিয়াছি। ইংরেজ শাসননীতির মূলেই যে এ সকল দোষ রহিয়াছে, ইংরেজচরিত্র ও ইংরেজের স্বার্থসন্ধান হইতেই যে এ সকলের উৎপত্তি,এবং ইংরেজের দ্বারা যে এ সকল দোষ সংশোধনের কোনোই সম্ভাবনা নাচ,—এ সকল কথা এতকাল, অজ্ঞতাবশতই হউক, কিংবা ভ্রান্ত রাজনীতিবুদ্ধির দ্বারা প্রণোদিত হইয়াই হউক, আমরা চাপিয়া গিয়াছি । এই কারণে ইংরেজের শাসননীতির পরিবর্তনের জন্ত আমরা ইরেজের নিকটই প্রার্থনা করিয়াছি, আমাদের সুখসৌভাগ্যলাভের আশায় ইংরেজের শরণাপন্ন হইয়াই ছিলাম। এইজন্ত মোহ কাটিরাও কাটে নাই। এখন সৰ্ব্বপ্রযত্নে এই মোহকে কাটাইতে হইবে। মোহ কাটিলে জ্ঞান জাগে বটে, কিন্তু জ্ঞানের সঙ্গে সঙ্গেই সৰ্ব্বথা শক্তি জাগে না। শক্তি, জাগাইবার একমাত্র মূলমন্ত্ৰ—কৰ্ম্ম । উঠে, কৰ্ম্মের প্রতিষ্ঠাতেই শক্তি তষ্ঠিত হয় । জাতীয়জীবনের শক্তিকে জাগাইতে হইলে আমাদিগকে যথাযোগ কৰ্ম্ম অবলম্বন করিতে হইবে ; দেশহিতকর অনুষ্ঠান ও প্রতিষ্ঠানাদির মধ্যে - এই শক্তিকে যথাযোগ্যভাবে প্রতিষ্ঠিত করিতে হইবে। এইজন্য প্রাদেশিক-সমিতিকে ডাল করিয়া গঠন করিয়া, বহুল কৰ্ম্মানুষ্ঠানাদির মধ্যে তাহাকে প্রতিষ্ঠিত করিয়া, তাহার একটা নিত্য ও দৈনন্দিন কৰ্ম্মাকৰ্ম্মের ব্যবস্থা করিতে হুইবে৷ এখন পৰ্য্যস্ত কংগ্রেসের মত প্রাদেশিক पश्रम-नि । [ ষষ্ঠ বর্ষ, চৈত্র সমিতিগুলিও স্বল্পবিস্তর একটা রাজনৈতিক বারওয়ারিতেই যেন পরিণত হইয়াছে। এরূপ বারওয়ারিতে উপকার নাই বা এতদিন ইহার দ্বারা কোনো কল্যাণ সাধিত হয় নাই, এমন কথা বলি না । দেশের শিক্ষিতসাধারণে এই সকল কংগ্রেসে বা কনফারেন্সে সমবেত হইয়া, আর কিছু কাজ করুন বা না করুন, পরস্পরকে জানিবার ও চিনিবার যে সুযোগ প্রাপ্ত হন, তুহাতে জাতীয়জীবনের ঘনিষ্ঠত ও ঘননিবিষ্টতা বৃদ্ধি করে, ইহা অস্বীকার করা যার না । এ কাজটা এখন অনেক টা হইয়া গিয়াছে। আমাদের পূৰ্ব্বেকার বিচ্ছিন্নতা এখন আর নাই। ভিন্ন ভিন্ন প্রদেশের লোকেরা কংগ্রেসে সম্মিলিত ও বিভিন্ন জেলার লোকেরা কনফারেন্সে একত্র হইয়া পরস্পরকে জানিয়াছে, চিনিয়ছে, দেশের সাধারণ অভাব ও অভিযোগসম্বন্ধে অনেক অভিজ্ঞতা লাভ করিয়াছে, এবং ব্রিটিশশাসনাধীনে ধনি-নিধন, জমিদার-রায়ত, ব্রাহ্মণ-শূদ্ৰ, সকলেরই অবস্থা , যে একরূপ, সকলের মুখশান্তি ও স্বার্থ যে এক ও পরম্পরের মুখশান্তিস্বার্থের সঙ্গে বিজড়িত, —ইহা প্রত্যক্ষ করিয়াছে। এ সকল উপায়ে জার্তারজীবন ও জাতীয় একতার ভিত্তি স্থাপিত হয়। বিধাতার কৃপায় সে ভিত্তি আমাদের মধ্যে স্থাপিত হইয়াছে । এখন তাহার উপরে এই বিরাটু জাতীয়জীবনকে গড়িয়া তুলিতে হইবে। কংগ্রেসু ও প্রাদেশিক-সমিতি উভয়কেই এখন এই কার্যে নিযুক্ত হইতে হইবে। " 俞 যাহাতে সত্যসত্যই ইহার দেশের প্রজাশক্তির আধার ও অবলম্বনরূপে প্রতিষ্ঠিত হইতে" পারে, সৰ্ব্বাদে তাহারই চেষ্টা দেখিতে হইবে ।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৫৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।