و همراه वअचलन । [೬ಕಿ , 5t 1, না, সকল কাজ করিয়াও উঠতে পারে না । লোক্যাল বোর্ডসকল গ্রামে বড় বড় রাস্তাঘাট নির্মাণ করে, কিন্তু গরিবপরির মধ্যে যে নিয়তপক্ষপূর্ণ সঙ্কীর্ণ পথ আছে, তাহার সংবাদ কে লয় ? ডিষ্ট্রীক্টবোর্ড সভ্যদের পল্লিতে বহু অর্থব্যয় করিয়া দীর্ঘিকা খনন করে বটে, কিন্তু নিরন্ন ও নিরক্ষর কৃষকের দ্বারে কচিন্মাত্র কালেভদ্রে বিশুদ্ধ পানীয়জল* বহন করিয়া থাকেন। ইহাদিগকে যোজনান্তর হইতে নিদাঘাপরাহ্লে তপ্তসৈকত অতিক্রম করিয়া পানীয়জল সংগ্ৰহ করিতে হয়। মন্বন্তরের সময় পঙ্গপালের মত লোক যখন বীকে বীকে পথিপাশ্বে মরিতে আরম্ভ করে, তখন ইংরেজের অসাধারণ অনুকম্পার উদয় হয়—এবং তখন ইংরেজরাজ দেশবিদেশ . হইতে অর্থসংগ্ৰহ করিয়া অন্নসত্র খুলিয়া প্রজার প্রাণরক্ষার জন্ত সচেষ্ট ছন ; কিন্তু প্রতিদিন যে ভারতের চারিকোটি লোক অনশনে বা অৰ্দ্ধাশনে দিনাতিপাত করে, তাহার সন্ধান কে লয় ? ইংরেজ পাঠশালা, স্কুল, কালেজাদি প্রতিষ্ঠা করিয়া আপনার • মনোমত একটা শিক্ষার ব্যবস্থা করিয়া রাখিরাছে বটে, কিন্তু এ শিক্ষার সঙ্গে আমাদের জাতীয়জীবনের এখনো কোনো ঘনিষ্ঠযোগ স্থাপিত হয় নাই। এ শিক্ষাদ্বারা জাতীয়প্রতিভা ফুটিয়া উঠিতে পারিতেছে না। এ শিক্ষা পাকিজানু উৎপাদন করে মাত্র, বস্তুজ্ঞান জন্মায়না। ইহাতেলোকচরিত্র লঘুহইয়া ধায়, হৃদয়মন কিছুরই তেজ ও শক্তিসম্যঙ্গমাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হয় না। ইংরেজ এ কাজ করিতে পারে না । এবংবিধ বহু বিশ্বয়ে এখনো ইংরেজ আগে ইংরেজ গ্রামে কেবল এক চৌকিদারমাত্র বসাইয়াছিল, এখন না হয় তার উপরে একটা একটা পঞ্চায়েৎ বসাইয়াছে। কিন্তু চৌকিদার বা পঞ্চায়েৎ গ্রাম্যজীবনের অতি সামান্ত স্থানমাত্র অধিকার করিয়া আছে। তারা সেখানে থাকুক। তারা চৌকিদারী টেক্স নিক্। তারা চোরডাকতের সন্ধান রাখুক । ইহাতে আমাদের কোনো ক্ষতি নাই। এ বিষয়ে তাহাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই । কিন্তু যে সকল শাসনসংরক্ষণের কার্য্য ইহারা করে না বা করিতে পারে না, সে সকল কেনই না আমরা নিজেরা নিজেদের হাতে গ্রহণ করিব ? ইহাই প্রকৃত স্বায়ত্তশাসন । গ্রাম সমিতি গঠন করিয়া গ্রামে গ্রামে এই সত্য স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত করিতে হইধে । গ্রাম্যসমিতির উপরে জেলাসমিতি। অন্তত কুড়িটা গ্রামাসমিতি লইয়া এক একটা জেলাসমিতি গঠিত হইবে । গ্রামাসমিতি যেমন গ্রামের শাসনসংরক্ষণের ব্যবস্থা করিবে, জেলাসমিতি সেইরূপ জেলার সাধারণ শাসনসংরক্ষণের উপায়বিধান করিবে। ভিন্ন ভিন্ন গ্রাম সম্মিলিত না হইলে বৃহত্তর পূর্বকার্য অসম্ভব হয় ; জেলাসমিতি ভিন্ন ভিন্ন গ্রামকে একত্র করিয়া এই সকল বৃহত্তর কার্য্যের অনুষ্ঠান করিবে । জেলার সাধারণ শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসায়বাণিজ্য ও কৃষি প্রভৃতির উন্নতি ও সংস্কারকল্পে জেলাসমিতি সৰ্ব্বী যথাযোগ্য উপায়বিধান করিবে। জেলাসমিতিসকল আপন-আপিন অধীনস্থ গ্রাম্যসমিতির ।
- হস্তক্ষেপ করে নাই। এ সকল ক্ষেত্রেই আমরা সত্যদিগের দ্বারা নিৰ্ব্বাচিত হইবে। " "
আপাতত আত্মপ্রতি করি না কেন ? জেলাসমিতির উপরে, সমুদায় প্রদেশের