এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ৰঙ্গদর্শন । [ ৬ষ্ঠ বর্ষ, জ্যৈষ্ঠ। মগন দিক জোছনা-সুমধুর তরল স্বধাধারে, পরাণ ছাপি হয়েছে ভরপুর রাখিতে নাহি পারে ! চাদের পাশে মেঘেরা চলে ছুটি, সোহাগে করে আলোকে লুটোপুটি, ধবনিয়া ফিরে সব নীরব গত আমার গৃহদ্বারে ; পরাণ ছাপি হয়েছে ভরপুর 纖 রাখিতে নাহি পারে ! জগৎমাঝে একাকী কেগে বসি । এ কোন রাজবালা ! মাথার ‘পরে জাগে শুক্লশশী হেরিছে মেঘমালা । কোমল হাতে বীণার তারগুলি বাধিয়া তারে বক্ষে নেছে তুলি', ওমরি তাই গাহিছে মৃদুতানে রুদ্ধ কত জালা ; মাথার পরে জাগে শুক্লশশী - হেরিছে মেঘমালা। আমার সাথে যেন গো পরিচয় হয়েছে কতদিন । আজিকে হেরি’ সে বাহুকিশলয় বক্ষপরে লীন । বসস্তের মৃদুল-বায়ুভরে চমকি তার অঙ্গ থরথরে পুলকে ধোর কাপিয়া উঠে ছিয়া বাজিয়া উঠে বীপ আজিকে হেরি’ সে বাছকিশলয় . ৰক্ষ“পরে “ লীন । সহুল ধৰে ভাঙিৰে'মুমখোর পাব না তার দেখা,