পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা । ] . একথাল মিষ্টান্ন। * * Xoo শীতকালে নদীতীরে দাড়াইয়া, নদীনীরে নামিবারে, মন নাহি সরে, শেষে কিন্তু ডুব দিয়া তনু উঠে পুলকিয় ! তেমতি আনন্দ এ অস্তরে । (e ? আদরের পেস্ত দিয়া, সোহ্লাগ-বাদাম দিয়া, আর যতনের কিসমিস্, যাদুকরি কুহকিনি, গুণমন্ত্ৰি হে ভগিনি, গড়েছ এ সুন্দর জিনিষ । বাসরে সুন্দরী-কুঞ্জে কবে কোনকালে ভুঞ্জে ছিমু আমি গীতি সুমধুর, সে সঙ্গীত পুড়ে মনে, ' হাসি খেলে নয়নে, আস্বাদি এ মিষ্ট মতিচুর ! ( , ) হে ভগিনি যাদুকরি, নুপুর-শিঞ্জিনী পরি শয্যা ছাড়ি, প্রাতে, অতি ভোরে, ক্ষীরসাগরেতে গিয়া, আসিয়াছ ডুব দিয়া, তুমি বুঝি স্বপনের ঘোরে ? নন্দনকাননে গিয়া, করশাখা দোলাইয়ু, তুমি বুঝি পেড়েছিলে ফুল ? তুলেছিলে পারিজাত ? তাই এত মিঠে হাত, কুমমসেম্বভে সমার্কুল । (*) তোমার এ মিষ্টপন, “ তোমার এ-গুণপন, বিলোকিয়া তোমার এ তীতে, ( আমিও জ্যোতিষী ভারি 1) • গণিয়া বলিতে পারি তোমার চরিত্র, স্বচরিতে ? ' হেরিলে কাঙালজন, করে তা হনয়ন, অন্নপূর্ণে। তুমি মুক্তহস্ত ; © ভালে সে আনন্দনীরে, শুধুহাতে নাহি ফিরে ঘারে কেহ হইলে দ্বারস্থ ।