পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা । ] , মমুঝে যে সম্বন্ধ, জমিদারের সহিত প্রজার যে পিতাপুত্রসম্বন্ধ, রক্ষক-রক্ষিতের সম্বন্ধ, গুরুশিষ্যের সম্বন্ধ, তাহা এই অধিকাংশ নবভূস্বামী জানেন না, বুঝেন না ; কেবলমাত্র বুঝেন টাকাম তাহার দূরদর্শী সমাজতত্ত্ববিদ-ধনতত্ত্ববিদ নহেন, সমাজের সমষ্টির জন্য ব্যস্ত হেন। .‘প্রজার কেবল মঙ্গলচেষ্টা করিতে আমি বাধ্য নহি, প্রজা আমাকে খাজনা দিতে বাধ্য”—এই ইহাদিগের জমিদারীকার্যের • মূলমন্ত্র। একজন উকিল বা মহাজন একপুরুষেই জমিদার হইলেন। তাহার মৃত্যু হইলে র্তাহার ওয়ারিশগণ জমিদারি উড়াইতেছেন ; গবমেন্ট এরূপ কত খুনে দেখিতেছেন। সুতরাং গবমেণ্ট মনে করেন, যেখানে হৃদয়ের কোমল সম্পর্ক নাই, সেখানে লৌহবং কঠিন ব্যবস্থাবিধি আবশ্বক। আশঙ্ক" হয়, গুমেন্ট নানাপ্রকার কঠিন ব্যবস্থা করিতে পারেন। জমিদারদিগের মধ্যে আত্মরক্ষার কোন কার্যকরী চেষ্টা নাই। ব্রিটিশ ইণ্ডিয়ুন্ য়ুপসোশিয়েশন * “রোন, আবুেদুন ও নিবেদন” তাহাদিগের মঙ্গলের একমাত্র উপায়, সিদ্ধিলাভের একমাতু সাধন, গন্তব্যস্থানের , একুমাত্র রাজপুথ জানিয়া রাথিয়াছেন । এই সভাটি এতকাল ধরিয়া আছে, তথাপি জমিদারগণের নিজের cफडेबि शांब उंशनिशब cय उन्नडि श्ड পারে, তাহাদিগের যে শক্তির বৃদ্ধি হইত্ত্বে পারে, অন্তত অধোগতির বেগ মন্দীভূত হইতে ' পারে—এই সত্যকথাটা যেন সভার.বিশাল হৃদয়ে একবারও জাগিয়া উঠে নাই—যদি বা কখন জাগিয়া উঠিয়া শুকে, দুইএকটা জুম্ভণ ত্যাগ করিয়া আবার স্বযুপ্তিতে ডুবিয়া গিয়াছে। বঙ্গের জমিদায় । ર૭ জমিদারগণের পক্ষে আত্মরক্ষার মূর্তন উপায় কি, তাহ আজ কতকটা নির্দেশ করা যাইতে পারে ; পনরবৎসর পূৰ্ব্বেও কতকটা নির্দেশ করিবার চেষ্টা করিয়াছিলাম। কিন্তু কে কাহার কথা শুনিবে? Ֆ :व यक আবেদন-নিবেদন আমাদিগের দেশের শিক্ষিতব্যক্তিগণ মান্ধাতার আমল হইতে শিথিয় রাথিয়াছেন, তাহ ব্যতীত তাহারা নিজের উন্নতুির আর কোন পথ দেখিতে পান না। এবং Agitatiof–SfSFসভা, আর লম্বা নিবেদনপত্র, তাহার --- বস্তু বেশ চেনেন, আর কিছু চিনিতে চাহেল না। কেবল জমিদার' নহেন ; নাওরজি ও গোখেল মহাশয়গণ মহাপণ্ডিত ও মহারথী श्झेभ्रांs agitation” মায়াজালে আবদ্ধ হইয়া ড্রালবদ্ধ বিহঙ্গের হার ছট্‌ফট্‌ করিয়া অংণ্যে রোদন করিতেছেন। , তাহারা বলিতেছেন, রোদনে জাল কাটিয়া যাইবে, অধ্যবসায়ের সহিত রোদন কর । - ১৮৭১-৭২ সালের কার্য্যবিবরণীতে স্তার জর্জ ক্যাম্পবেল'লিথিয়ছিলেন, জমিদারীর আয় কোন কোন স্থলে ১০, ১৫,৬০, ১২ গুণ বাড়িয়াছে। কিন্তু জমিদারুগুণের সেই অনুপাতে শ্ৰীবৃদ্ধি হইয়াছে কোথায় ? ১৫৭৫ সালে বোর্ড অব, রেভিনিউ জিজ্ঞাসা করিয়াছিলেন, “জমিদারীর আয় যে এত বাড়িয়াছে, তাহাতে, কাহার লাভ হইয়াছে ?” te তুঙ্গুত্তরে বোর্ড বলিয়াছিলেন যে,"যেখাজনা বৃদ্ধি হইয়াছে, তাহা মহাজনের উদরে যার।” ঠিক কথা বুলিতে হইলে আরও কয়েকশ্রেণী লোকের নাম করিতে হয়। জমিদারীর যে আয় বুদ্ধি'হইয়াছে, তাহারকতক যায় মহাজনের l’etition

  • Constitutional

• * ... soo -

  • ot.