সপ্তম সংখ্যা।] তাহারও প্রমাণাভাৰ । তখন ::
নিয়ত যুদ্ধকোলাহল ;–নিয়ত জয়পরাজয় ; —নিয়ত যুদ্ধযাত্রা এবং প্রত্যাবর্তন ;– নিক্ষত অশাস্ত আস্ফালন | দ্বিতীয় সংশয়,— লক্ষ্মণাবতীতে রাজকাৰ্য্য পরিচালিত হইবার প্রমাণাভাব। সত্য বটে, ৰাক্তাঙ্গর লক্ষ্মণাবতী হইতে রাজমুদ্র প্রচারিত করিবার কথা মিন্হাজের ইতিহাসে উল্লিখিত হইয়া পরবক্তা ইতিহাসে অবিকল উদ্ধৃত হইয়৷ আসিতেছে ; কিন্তু ইহাও সত্য • যে,—আজ পৰ্য্যন্ত বক্তিয়ার খিলিজির নামাঙ্কিত বা তৎকালমুদ্রিত কোন রাজমুদ্র আবিষ্কৃত হয় নাই ! তখন পুরাতন ভাঙিয়া নুতন গড়িয়া তুলিবার অকৃত্রিম আগ্রহ বক্রিয়ার খিলিজিকে দিগ্বিজয়ে ৰ্যাপৃত রাখিয়াছিল ;–র্তাহাকে শাসনকাৰ্য্য পরিচালনা করিবার অবসর প্রদান করে নাই । তজন্ত বক্তিয়ার কোন নিদিষ্ট রাজধানীতে অবস্থিতি কারতে পারেন নাই। তাহাকে শিবিরে শিবিরে পরিভ্রমণ করিয়াই জীবনক্ষয় করিতে হইয়াtছল । লক্ষ্মণাবতা নামমাত্র রাজধানা ;–যেখানে বক্তিয়ার যখন উপস্থিত থাকিতেন, তাহাই তখন প্রকৃতপ্রস্তাবে রাজধানী বলিয়া ব্যবন্ধত হইত। তজ্জন্ত সেকালের ইতিহাসে রাজধানীর উল্লেখ করিতে গিয়া লেখকগণ “লক্ষ্মণাবতী-দেবকোট” এই যুক্তনামের ব্যবহার করিয়া গিয়াছেন । আর একটি সংশয়,–লক্ষ্মণাবতী প্রদেশে অতি পুরাতন মুসলমান-জায়গীরের অভাব। বক্তিয়ার এদেশে জালিয়া জায়গীরদানে সেলনায়কগণকে পুরস্কৃত করিয়াছিলেন । তাহ। -গোঁড়কাহিনী। ē3\ : তৎকালের স্বপরিচিত শাসননীতি হইয়া উঠিয়াছিল। তৎস্বত্রে এদেশে খিলিজিবংশীয় সম্রাস্ত বীরপুরুষগণ জায়গীরদাররূপে পরাক্রান্ত হইয়া উঠিয়াছিলেন। তাহাদিগকে বশীভূত উপায়-উদ্ভাবুনায় দিল্লীর সিংহাসনও ব্যতিব্যস্ত হইয়া উঠিয়াছিল। খিলিজিদ্বিগের এই সকল জায়গীর বেকেটপ্রদেশে—লক্ষণাৰতীঅঞ্চলে এরূপ জায়গীর দেখিতে পাওয়া যায়ন । প্রাকৃতিক-সংস্থান-গুণে দেবকেটি দুর্গনিৰ্ম্মাণের উপযুক্ত স্থান বলিয়া স্বীকৃত হইয়া আসিয়াছে। নদীবহুল সমতলক্ষেত্রে দেব • কোট যথাযোগ্য স্থান অধিকার করিত বলিয়াই এরূপ হইয়া থাকিবে। কোন সময়ে তথায় রাজদুর্গ নিৰ্ম্মিত হইয়াছিল, তাহার জনশ্রুতি পৰ্য্যস্ত বিলুপ্ত হইয়া গিয়াছে। তবে মুসলমানাধিকার প্রবর্তিত হইবার পূর্ব হইতেই ৰে তথায় রাজদুর্গ প্রতিষ্ঠিত ছিল, তাহাতে সংশয় প্রকাশের কারণ নাই। বক্তিয়ার তথায় দুর্গনিৰ্ম্মাণ করিলে, তাহার নাম “দেবকোট” হইত না । 卷 দেবকোটের রাজত্বৰ্গ কি পালবংশীয় দেৰপালদেবকর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল ? দেবপালের নামের সঙ্গে দেবকোটের নামের সাদৃশ্য এইরূপ একটি অনুমানের প্রশ্রয়দান করিয়া থাকে। পালবংশীয় নারায়ণপালদেবেন্ন প্রধানমন্ত্রী ভট্টগুরব দিনাজপুরপ্রদেশে পত্নীতলা-থানার অন্তর্গত “বাদাল”নামক স্থানে যে "গরুড়স্তম্ভ” প্রতিষ্ঠিত করিয়া গিয়াছেন, তাহার খোদিত লিপিতেওঁ এরূপ অম্বুমানের ঐতিহাসিক ভিত্তির সন্ধান প্রাপ্ত হওয়া যায় le
- “ঐiভহাসিক চিত্র" নামক DDBB BBDD BBBBDD BBB BBBDD BBBBBBD ৰাল "ৰোগ নামে মুজিও হইয়াছিল। আমার so ভ্রমপ্রমাণ এখন ৰঙ্গসাহিত্যে অমর হইত্তে চলিয়াহে ।