অষ্টম সংখ্যা। ] সমস্ত । ❖ጫ% সাধারণ প্রশ্ন রাজনৈতিক অধিকার না বুকুক, রাজপুরুষদিগের বিধিব্যবস্থার গৌণ ফল মা ভাবুক, কিন্তু দরিদ্রতার যে প্রতিকার চাই, সারাদিন পরিশ্রম করিয়া যে ইবেল পেট ভরিয়া খাওয়া চাই, ছুর্ভিক্ষনিবারণ, শশাৰগনি-নিয়মন এবং ম্যালেরিয়া প্রভৃতি अभप्नद्र cद ७कछ खे°tद्र 5ाहे, हेंश ७ॉशत्र বুঝে। প্রজাশক্তিকে কেন্দ্রীভূত এবং কার্য্যোমুখ করিতে হইলে, সৰ্ব্বসাধারণে বাহার উপযোগিতা বুঝে, তাহা লইয়াই কাৰ্য্য আরম্ভ করিতে হুইবে । স্বদেশীগ্রহণ এবং বিদেশীবর্জন প্রজাশক্তির নিকট প্রথম আবেদন—প্রজার আত্মশক্তির উপর নির্ভর করিয়া দাড়াইবার প্রথম চেষ্টা । এই আবেদন কতদূর সফল,—এই আত্মনির্ভরের চেষ্টা কতদূর কৃতকাৰ্য্য হইয়াছে, গত দুইবৎসরের বস্ত্রবাণিজ্য এবং লবণবাণিজ্য তাহার প্রমাণ। গত দুইবৎসরে বিদেশীবন্ত্র এবং বিদেশীলবণের আমদানি কমিয়া যাওয়াতে ভারতের কয়েককোটি টাকা ভারতেই রছিয়া গিয়াছে । তাহার ফলে বঙ্গে ও বিহারে জোল এবং তাতীর বৃক্ষ লক্ষ পরিবার টাকা পাচলের করিয়া চাউল কিনিয়া খাইয়াও জুর্ভিক্ষ 'অম্বুভব করিতে পারে নাই । কুর্ভিক্ষের সময়ে রাজা বেরূপ সাহায্য করেন, তাহ জানা আছে। প্রজা যদি বিদেশীবর্জনার স্বদেশীবস্ত্রব্যবসারীর অন্নসংস্থান না করিত, তাহ रहेण यहै नैौर्षकाणदाॉनै जब्रटेनरछ ♛हे लक्र লক্ষ পরিবারের কি দশ হইত। প্রজাশক্তি जोच्चमिर्डङ्गब्र ब्रनादान जप्दबाब अिहे यथ५ পাইল ; ভবিষ্যতে তাছার ক্রিয়াশীলতা এবং সফলতার সীমানির্দেশ করিত্তে কে সমৰ? छाब्र७ ७द१ हेरण८७ब्र विडिब्रबूध चांर्ष है। কুরিতীয় রাজনীতির প্রধান সমস্যা একমাত্র kলাশক্তি অর্থাৎ প্রজাসাধারণের দৃঢ়নিবন্ধ একতাই এই সমস্তার সমাধানে সমর্থ। কিন্তু সাধারণ ইংরেজ নিৰ্ব্বোধ নহে, নিশ্চেষ্ট নহে, ভারতবাসীর একতাকে ভাঙিবার জন্ত, প্রজাশক্তিকে ব্যৰ্থ ৰুরিবার জন্য তাছাদের ভেদনীতি নানা মূৰ্ত্তিতে দেখা দিতেছে। কোথাও টাকপিয়সায় সাহায্য করিয়া, কোথাও চাকুরী প্রভৃতি নানা অনুগ্রহের লোভ দেখাইয়া, জার কোথাও “তুমি বড় বিদ্বান ও বুদ্ধিমান বলিয়। • পিঠ চাপড়াইয়া এই ভেদনীতি ভারতের প্রজাশক্তিকে ছত্রভঙ্গ এবং ছিন্নভিন্ন কল্পিবার চেষ্টা করিতেছে। যাহার এ সৰে জুলিতেছে না, এ সব টোটকায় যাহাদের রোগমুক্তির সম্ভাবনা দেখা যাইতেছে না, তাহাদের জন্য ফুলারি-পেটেণ্ট লাঠৌষধি এবং যথায় পীড়া আরও কঠিন, তথায় কারাগাররূপ হাসপাতালের ব্যবস্থা হইতেছে।. সৰ্ব্বত্রই শিক্ষার একটা জাদুর আছে, শিক্ষিতলোকের কথার একটা মূল্য আছে ; কিন্তু ভারতবাসীর শিক্ষা এখন সাধারণ ইংরেজের চক্ষের বালি, শিক্ষিত ভারতবাসী এখন সাধারণ ইংরেজের শত্রু"। ভারতের জন্য এখন যে-কোন বিধিব্যবস্থা হইতেছে, তাছাতে আর শিক্ষিত ভারতবাসীর স্থান ঘাঁহাতে না হয়, সে চেষ্টাই হইতেছে। ভারতের শিক্ষিত্বসমাজকে এখন এই রাজনৈতিক দাবাখেলার7 চাল ঠিক করিতে হইতেছে,এই ভেদনীতিকে ব্যৰ্থ ৰুৱিৰূঢ় উপায় দেখিতে হইতেছে। দি ७रे डननीडि चरित्र शर्ष ना रण, ज्व जौब्र अ १*ाख्ब्रज नाहे, wां★Vटवांगैौन्न अव
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৩৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।