পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৪১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোজাগর পূর্ণিমা। بیعت همه جاحیه এত হাসি এত স্বধী আনন্দ উৎসব, এত আলো মেঘ-মুক্ত বঙ্গের আকাশে, প্রকৃতির এ বিক্রপ বিকট বিভব, আর নাছি লাগে ভাল কাঙ্গালের দেশে ; চাহি শুধু অমা নিশা, অন্ধ তমোময়, ঢাকিবারে অল্পক্লিষ্ট মলিন এ মুখ । দরিদ্র বাঙ্গালী গৃহে প্রমোদ উচ্ছ,সি, শ্মশানে আননা-গীতি, কেন এ কৌতুক ? তুমি না হে শশধর । যুগ যুগাস্তের আর্ঘ্যের পূজিত সখা দেবতা শোভন ? কোন প্রাণে কোন মুখে দরিদ্র দেশের উন্মুক্ত করিতে এলে জীর্ণ গৃহ কোণ ? আমরা বরি ক্ষীণ জীবনের আলে, অতিথি হইয়া আছি শ্মশানের দ্বারে। অত হাসি আর হেথা নাহি লাগে ভাল, পড়ে আছি, পড়ে রব, এ চির-আঁধারে । কার পূজা আজি দীন বঙ্গের কুটীরে ? জ্বর্তিক্ষের হাহাকার প্রতি শব্দ আজি লক্ষ্মীরে বিক্রপূ করি প্রতি ঘরে ঘরে সহস্র করু৭-কণ্ঠে উঠতেছে"বাজি । তুমি লক্ষ্মী নহ আর বঙ্গের জননী, ধন ধান্তে ভরা তব শু্যামল অঞ্চল পাতিয়াছ বঙ্গ-গৃহে, চঞ্চল রমণী । লইহারে দেশাস্তরে যা কিছু সৰল । তথাপি এ ভক্তদের হৃদয় শোণিত, কাতর করুণ ভাবে চরণ তোমার কোজাগরী পুর্ণিমায় করিবে রঞ্জিত । —বর দেও হে বরদে ! করিছি চীৎকার । কৰ্ণ নাহি শুনিবার ? নিষ্ঠুর পাষাণ ! কিছু নাহি দিতে হেথা ? শস্ত নাহি ঘরে ? আমরা কি সত্য তব সপত্নী সস্তান পথ প্রান্তে পড়ে রব ঘৃণা অনাদরে । ধরিত্রী আমার গৃহে শস্তের ভাণ্ডার ; আমার মেদিনী গর্ভে কত রত্ন ধন ; पञांमारमञ्च भूटेिडियf ! कडू अनांछांद्र ! অভুক্ত সন্তানদের কাতর ক্ৰন্দন ! অয়ি লক্ষি ! জানি ত্তোমা ভীম বাহুবলে জগতের নানা জাতি নানা রূপে হরি, বাধিয়া রেখেছে আজি স্ববর্ণ পৃথলে লৌহ কারাগার মাঝে অবরুদ্ধ করি। दूकेहि मां ! श्राछि এই দ্বার সংগ্রামে, দেবতাও নহে তুষ্ট পূজা অৰ্ঘ্য দানে, , আপনার বাহুবল যে করে বিস্তার তুমি লক্ষ্মী দাসী হও চরণে তাহার। ঐউৰ্ম্মিল