পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা । ] . পাটের চাষ ও छूर्डिकी હં4 হইবে না। বর্তমান সময়ে মধ্যশ্রেণীর শিক্ষিতযুবকগণের ২৫ টাকা বেতনের চাকুরীও দুঙ্গাপ্য হইয়াছে। তাহারা চাকুরীসন্ধানে সময় নষ্ট না করিয়া যদি প্রত্যেকে ৫০বিঘা জমি চাষ করে, তবে অঁনায়াসে বৎসরে ৫০•N টাকা লাভ করিবে। পাটের চাষ করিলে তাহার ৫ বিঘা জমি হইতে অনুন ১• • • টাকা লাভ করিবে । অরক্ষিণী সভা অথবা অন্ত কোন সভা এই মধ্যশ্রেণীর যুবকদিগকে জমিজমা সংগ্ৰহ করিয়া দিলে তাহদের প্রভূত কল্যাণসাধন হইতে পারে । ● অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে শস্তহানি হইলে ভারতবর্ষের প্রজাসাধারণ কষ্টে পতিত হয় । ইহাতে বুঝিতে হইবে যে, যে-স্থলে শস্তহানি হইয়াছে, তত্রতা লোকসংখ্যার শতকরা ৮০ জন কৃষিজীবী অধিবাসী শস্তহানির কষ্ট অনুভব করে । পৃথিবীর অন্ত কোন' দেশের লোক এত অধিকাংখ্যক পরিমাণে কুধিজীবী নহে। ভারতবর্যের পর আমেরিকার আধবাসিগণ অধিক পরিমাণে কৃষিজীবী । তাহাদের সংখ্যা শতকরা ৪০জনেব উপরে নছে । ভারতবর্ষের লোকসংখ্যার ‘ যদি শতকরা ৫০জন কৃষিজীবী হইত এবং অন্ত ৫০জন শিল্পবাণিজ্যদ্বারা জীবিক? উপার্জন করিত, তবে কোন বৎসরে শস্তহানিজনিত কষ্ট এত ভীষণ হইত না । এই কৃষকসম্প্রদায়কে রক্ষা করিতে হইলে ইহাদের মধ্যে স্বল্প আয়ের কৃষকদিগকে শিল্পকার্য্যে অর্থাৎ কলকারখানা স্থাপন,করির ইহাদিগকে মঙ্গরের কাজে নিয়োগ করিতে হইৰে। এই শিল্পকার্ঘ্যে যাহাতে তাহাজের আয় কৃষির আয়ের সমতুল্য বা ততোধিক হয়, তাহার ব্যবস্থা করিতে হইবে। * আমাদের ধনকুবেরগণ তাহাদের ধনরাশি পরহস্তে সম্প্রদান না করিয়া স্বস্ব হস্তে শিল্পকাৰ্য্যে নিয়োগ করিলে বহুসংখ্যক দরিদ্র কৃষক ও মধ্যবৰ্ত্ত ভদ্রসস্তানদিগকে প্রতিপালন করিতে সক্ষম হইবেন। কেহ কেহ জিজ্ঞাসা করিতে পারেন যে, যে সকল কৃষক কৃষি ছাড়িয়া শিল্পকাৰ্য্যে নিযোজিত হইবে, তাহাঁদের জমি কে চাষ করিবে ? এবং তজন্ত খাদ্যশস্তের হ্রাস হইলে কিরূপে দুর্ভিক্ষ শাসন করা যাইবে ? আমাদের মতে পূৰ্ব্ব-• কথিতরুপে শিক্ষিতব্যক্তির হস্তে কৃষিকার্য্যের ভীর অপিত হইলে তাহারা আধুনিক বৈজ্ঞানিকপ্রণালীতে অল্পসংখ্যক মজুরের দ্বারা অধিক জমি কর্ষণ ও অধিক পরিমাণে শস্ত উৎপন্ন করিতে সক্ষম হইবে। আমাদের দেশে কৃষি অজ্ঞলোকের হস্তেই দ্যস্ত। তাহাবা যাহাঁ দেখিয়াছে, তাহা বেশ করিতে পারে ; কিন্তু যাহা দেখে নাই, তাহা কিরূপে করিবে ? তাছুরো পুস্তক বা থবুরের কাগজ পড়িয়া ভিন্নদেশের নূতন তত্বের বিষয় কিছুই জানিতে পারে না । তাহারা গোবর ও স্থানে স্থানে খোল ব্যতীত কোন সারের নামই শুনে নাই। সোরা ও হাড় যে অতি উৎকৃষ্ট সার, তাহা এদেশের * কয়জন জানে। আমেরিকায় অনেক কৃষিযন্ত্র আছে, তাহা দ্বার ক্ষশজন মজুরের কার্য্য একজন মজুর করিতে সক্ষম হয়"। এক শস্তের কোন জতি অন্য জাত অপেক্ষ অধিক শস্ত উৎপন্ন করিতে পারে। এই সকল বিষয় অবগত হইয়া উৎপন্ন বস্তুর পরিমাশবৃদ্ধি ও ইহার ব্যয়ন্ত্রাস করা অল্পব্যক্তির পক্ষে সম্ভবপর হইতে পারে