পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩e সাধারণ । ২৩৮ Þ, Ꮇ. যথায় তোমার সাধুচয় গৌরবেতে রাজ্য লয়, নাহি দুঃখ ও দোষ ! তথায় লইয়া চল য়েশু, যথায় বন্দী মুক্তি পায়, যথায় শক্রর দমন হয়, দুৰ্ব্বল বিশ্রাম পায়, তথায় লইয়া চল য়েশূ যথায় সুখের নাহি ক্ষয়, তোমার মুক্ত লোকে রয় দূতের আনন্দে, তথায় লইয়া চল য়েশূ. যথায় হইয়া দীপ্তিময় তোমার সহিত প্রকাশ পায় তোমার কার্য্য সব, তথায় লইয়া চল য়েশ্ব ৫ যথায় তব আরাধন করে গত প্রিয়গণ, তথায়, করি" দয়াদান, লইয়া চল য়েশ্ব, - апандванацца да, J. B. "