ব্লুঙ্গবিজেতা। $4 করিতেন ; পবিত্র প্রেমের ! বলিতেন ; দুঃখের কথা বলিতেন ; সহিষ্ণুতার কথা বলিতেন ; সরলার চক্ষের জল মুছাইয়া দিতেন, कनिष्टी] ভগিনীর ন্যায় ভাল বাসিতেন। সরল সেই গল্প শুনিতে শুনিতে আপন হুঃখ ভুলিয়া ধাইত সেই মুখের দিকে চাহিয়া চাহিয়া আপন ছঃখ দূৰ করিত। যেরূপ জনশূন্য স্থানে যাইতে তাহার ভয় করিত, চিন্তাশীল কমলার সঙ্গে সে সকল স্থানেও যাইত, যেরূপ গভীর ভাবময় চিন্তা তাহার বালিকাহুদয়ে কখন স্থান পায় নাই, ভাবিনী কমলার নিকট তাহাও শুনিত । ফলতঃ দুইজনে একত্র হইলে কমল। আপনার হৃদয়েয় কবাট উন্মুক্ত করিয়া বালিকার নিকট নানারূপ হৃদয়গ্রাহী কথা ও গল্প করিতেন ও অস্তরেয় নানারূপ গভীর তলচারী ভাব প্রকাশ করিতেন। সরলা বালিকার মত একমনে সেই সমুদয় শুনিত ;–সে ভাব তাহার বড় ভাল লাগিত ; সে হৃদয়গ্রাহী কথা শুনিতে শুনিতে আপন দুঃখকথা বিস্তৃত ○ 川 আজি সন্ধ্যার সময় তাহারা দুই জনে নদীতীরে বসিয়া আছেন । সপ্তদশ পরিচ্ছেদ । سسمجھھ مل سمسَـ কে বল দেখি ? محسستهحسسته Manfred-Oblivion, self-oblivion : Byron. কমলা বলিলেন—“ সরলা ।” সরল উত্তর না করিয়া কমলার মুখের দিকে চাহিল। , কমলা জিজ্ঞাসা করিলেন, “আজ তোমাকে এত স্নান দেখিতেছি কেন ?” সরলা মুখখানি নত করিল। কমল দেখিলেন আজ দুঃখবেগ প্রবল হইয়াছে। স্নেহসহকারে সরলার নিকটে বসিয়া সরলার হস্ত আপন হস্তে ধারণ করিলেন, পরে স্নেহগর্ভবচনে নানাপ্রসঙ্গের কথা আনাতে সরলার মন কিঞ্চিৎ, স্থির হইল। তখন তিনি বলিতে লাগিলেন,~ - - * . G
পাতা:বঙ্গবিজেতা.djvu/১০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।