3 so বদলি I সর । *জানেন ।” i. অম। “তিনি সম্মত আছেন ?” g সর । * আছেন।” অম। “ ঘরে ঘরে বর দেখা কন্যা দেখা হইয়া গিয়াছে বুঝি,—আমরা ইহার কিছু জানি না ?” সরলা লজ্জিত হইল । অমল! আবার বলিতে লাগিল, "সইয়ের মনে এত আছে তা কে জানে বল। অামি ভাবি সই আমার বালিকা ! ইহার ভিতর এত কাও কে জানে বল ? তা বরটাকে মনে ধরিয়াছে ?” সরল অধিকতর লজ্জিত হইল,—অথচ ইন্দ্রনাথের কথা হইতেছে বলিয়া তাহার হৃদয়ে আনন্দলহরী উথলিয়া পড়িতেছিল । অমলা আবার বলিতে লাগিল—” আর কন্যটকে ত বরের মনে অবশুই ধরিবে,—এ সোণার মুখ দেখিলে কাহার হৃদয়ে প্রেমসঞ্চার না হয় ? আমি যদি পুরুষ মানুষ হইতাম, আর যদি ব্ৰাহ্মণের ছেলে হইতাম, তাহা হইলে তোকে দেখিয়া পাগল হইয়া যাইতাম।”—এই বলিয়৷ অমলা সরলার অবনত মুখখানি ধীরে ধীয়ে তুলিয় তাহার দিকে নিরীক্ষণ করিতে লাগিল। সকলেই আশ্রমাভিমুখে বাইতে লাগিল । অষ্টাদশ পরিচ্ছেদ। - بسحوهها ---- অতিথিদ্বয় । جستاتنهام به And wherefore do the poor complain, The rich man asked of me, 擎 物 拳 You asked me why the poor complain, And these have answered thee. Southey. যখন সরলা ও অমলার সহিত প্রথমে সাক্ষাৎ হইল, তখন কমলা তাহদিগকে ত্যাগ করিয়া ধীরে ধীরে আশ্রমাভিমুখে যাইতে লাগিলেন। কিন্তু সমান ও সরল পথ দিয়া না যাইয়া বন্ধুর, বক্র ইচ্ছামতী-তীর দিয়া যাইতে লাগিলেন। ইচ্ছামতীর তরঙ্গমালা মেঘাচ্ছন্ন আকশের ভয়াবহ
পাতা:বঙ্গবিজেতা.djvu/১০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।