পাতা:বঙ্গবিজেতা.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গবিজেতা । S, E N সৌন্দৰ্য্য অনুকরণ কৰিতেছে ; ভীষণ উচ্ছ্বাসে ক্রীড়া করিতেছে —ফেনরাশিত আবৃত ইয়। সুবৰ্ণরৌপ্যালঙ্কার-বিভূষিত শুমাঙ্গী উন্মদিনীর ন্তায় শোভা পাইতেছে । সেই অপূৰ্ব্ব শোভা দেখিবার জন্যই কমল নিকট পথ পরিত্যাগ করিয়। নদী তীর দি ৷ আশ্রমাভিমুখে গমন করিতেছিলেন । BBB BSBB BBB BBBS BBBBBB BBB BBBBS BB ধ্বনি শিশুকণ্ঠজাত বলিয়। বোধ হইল,- এই গভীর রজনীতে নদীতীরে কোথায় শিশু ক্ৰন্দন কপিঠেছে । কমলর হৃদরে দয়ার সঞ্চার হইল । সেই ক্ৰন্দন ধবনি অনুসরণ করিয়া অতি দ্রুতবেগে যাইতে লাগিলেন । ক্ষণেক যাইয়া দেখিলেন, নদীর উপকূলভাগে দুইটী অল্পবয়স্ক বালক একটা বৃক্ষতলে ঘসিয়া বোদন করিতেছে ; তাহাদিগের সমস্ত শরীর ও বস্থাদি অদ্রি, তাহার উপর সেই প্রচণ্ড শীতল বায়ুতে তাহারা শীতাৰ্ত্ত হইয়া ক্ৰন্দন কবিতেছে । 修 কমলা অতি সকরুণ বচনে জিজ্ঞাসা করিলেন, “ তোমরা কে বাছা, এখানে বসিয়া রহিয়tছ ?” দুইটী বালকই একেবারে কমলার মুখের দিকে চাহিয়া দেখিল । তাহাদিগের দুই জনেরই অল্প বয়স হইবে, এক জনের বয়ঃক্রম দশ বৎসর হইবে, অনোর বয়ঃক্রম তদপেক্ষ এক কি দুই বৎসর অধিক । তাহাদিগের মধ্যে একজন বলিল,— - “ আমরা মাঝি, রুদ্রপুর হইতে নেীক লইয়া আসিয়াছি, ফিরিয়া যাইবার সময় পথে ঝড় উঠিল । মা, তুমি যেই হও, আমাদের সাহায্য কর, অামাদের কে হই নাই ।” দ্বিতীয় বাল দটী বলিল, “ আমাদেব কেহই নাই, মা, তুমি সাহায্য কর ।” দুই জনেরই চক্ষু জলে পরিপূর্ণ হইল । কমলার কোমল হৃদয়ে তার ও দয়া ও দুঃখের সঞ্চার হইল, বলিলেন— “ বtছ, তোমরা এই ঘয়সে এত কষ্ট সহ করিতে শিখিয়াছ ?—তোমরা রুদ্রপুর হইতে কোথার অাসিয়ছিলে ?” প্রথ, বা । " এই আশ্রমে আসিয়াছিলাম, এখানে বৈকালে খাওয়া দাওয়া করিয়া পুনরায় রুদ্রপুরে যাইতেছিলাম ; পথে বড় উঠিয়াছে।” কম। “ পুনরায় আশ্রমে চল না কেন ? আশ্রম অধিক দূর নহে অদ্য রাত্রি তথায় থাকিয়া কালি বাড়ী যাইও ।” . প্রথ, বা । “ তাহাই করিব ভবিয়ছিলাম, কিন্তু বাতাস উন্ট হইয়াছে, নৌকা আশ্রমের দিকে তার এক রশীও চলে না ।” 守