পাতা:বঙ্গবিজেতা.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ । جامبیچھ ہسسم۔ ব্ৰতাবলম্বিনী । ـسعتقمصت. She stole along, she nothing spoke, The sighs she heaved were soft and low, And naught was green upon the oak, But moss and rarest mistletoe: She kneels beneath the huge oak tree, And in silence prayeth slie. Coleridge. রজনী প্রায় এক প্রহর হইয়াছে । আজি শুক্লপক্ষের চতুর্দশী ; কিন্তু মেঘে আকাশ আচ্ছন্ন ; ক্ষেত্র, গ্রাম, অটব্য অন্ধকারে আচ্ছন্ন- রহিয়াছে । খদ্যোৎমাল বৃক্ষলতাদির নিবিড় অন্ধকার রঞ্জিত করিতেছে। ইচ্ছামতী নদী বিপুলকায়া হইয়া তরঙ্গমালায় প্রবাহিত হইতেছে ও সেই তরঙ্গমৰ নিশাবায়ুবেগে অধিকতর উচ্ছ্বসিত হইতেছে। নিবিড় নিকুঞ্জ বার ভিতর দিয়া স্বল্ স্বল্ শব্দে বায়ু প্রধাবিত হইতেছে, বায়ুর শক ও তরঙ্গে শব্দ ভিন্ন আর কিছুই কর্ণগোচর হইতেছে না । সমগ্র জগৎ সুপ্ত । এপ্রকার গভীর অন্ধকারে, এই শীত বায়ুতে একাকিনী কোন শুভ্ৰবসনা নদীজলে অবগাহন করিতেছেন ? ইনি ব্রতাবলম্বিনী ! অন্ধকারে ইহার শুভ্র বসন বাতীত আর কিছুই দেখা যাইতেছে না। স্নানানত্তর বনপুষ্প চয়ন করিতে লাগিলেন। পরে নিকটবৰ্ত্তী এক পুরাতন বটবৃক্ষতলে এক শিবমন্দিয়ে প্রবেশ করিয়া কবটি রুদ্ধ করিলেন । মন্দিরের ভিতর একটা তল্লায়ত শ্বেতপ্রস্তরনিৰ্ম্মিত শিবপ্রতিম ও একটী প্রদীপ ভিন্ন আর কিছুই ছিল না । সেই প্রদীপের জ্যোতিঃ রমণীর শুভ্র বসনে প্রতিফলিত হইতে লাগিল। রমণী অনেককাল যেীবনাবস্থা অতিবাহন করিয়াছেন ; বয়ঃক্রম চত্বারিংশৎ বর্ষের অধিক হইবে, শীর্ণ কলেবর ও দুই একটা শুভ্ৰ কেশ দেখিলে হঠাৎ পঞ্চাশত বর্ষেরও অধিক বোধ হয় ! যদি তাহার শ্বেত বসন না থাকিত, তাহা হইলে অন্ধকারে ঘাটে স্নান করিতে দেখিলে কৃষকপত্নী বলিয়াও বোধ হইতে পারিত। মন্দিরাভ্যস্তরে দীপালোকে তাহার মুখ অবলোকন করিলে সে ভ্রম আর থাকিতে পারে না। শরীর শীর্ণ, দীর্ঘায়ত অথচ কোমলতাশূন্য নহে। লালাট উচ্চ