পাতা:বঙ্গবিজেতা.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇు বঙ্গবিজেতা । f কম। "নেীক কোথায় ?” প্রথ, বা । " এইখানেই আছে,” বলিয়া কমলাকে নদীকূলে गद्देम्ला যাইল, নৌকা তথায় বাধা ছিল । কমলা বলিলেন, “ নেীক এই স্থানেই থাকুক, তোমরা আশ্রমে আইস ।” দ্বিতী, বা । “ যেরূপ বাতাস হইতেছে, বোধ হয় নৌকার দড়ী ছিড়িয়া যাইবে নেীক ভাসির। যাইবে । ” কম। “ তবে নৌকা ডাঙ্গায় তুলিয় রাখ।” দ্বিতী, বা । “ আমরা দুইজনে তুলিতে পারিলাম না। ” কম । " আইস, আমিও ধরিতেছি।” পরোপকারিণী ব্রাহ্মণকন্যা নৌকার একদিক ধরিলেন, দুইজন বালক নৌকার অপর দিক্‌ ধরিল । নৌকা অতি ক্ষুদ্র, অনায়াসে ডাঙ্গার উপর উঠিল । তথায় দুইটী আম্রবৃক্ষে সেই নৌকা উত্তমরূপে বদ্ধ হইল। তখন বালকদ্বয় অতি স্নেহগৰ্ত্তস্বরে বলিল,—“ মা, আর অধিক কি বলিব, তুমি আজ আমাদের বাচাইলে ।” কমল বলিলেন, “আইস বাছা আশ্রমে মাই । যেরূপ মেঘ হইয়াছে, শীঘ্রই ভয়ানক বৃষ্টি হইবে।” এই বলিয়া তিন জনই আশ্রমাভিমুখে চলিল। ক্রমে গভীর মেঘরাশি আকাশে জড় হইতে লাগিল, প্রকাও প্রকাণ্ড নীলমেঘ পশ্চিমদিকে রাশীকৃত হইতে লাগিল, রহিয়া রহিয়া বায়ু ভীষণ উচ্ছ্বাসে বহিতে লাগিল, আকাশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পৰ্য্যন্ত উজ্জ্বল বিদ্যুল্লত। মুহুমুহুঃ দেখা দিতে লাগিল, মেঘের ভীষণ গর্জনে বৃক্ষ, গ্রাম, অটবী, সমস্ত মেদিনী কম্পিত হইতে লাগিল । বালকদ্বয় ভয়ে কমলার নিকটে যাইতে লাগিল, কমলা বিস্ময়োৎফুল্ললোচনে স্বভাবের সেই ভীমশোভ। অবলোকন করিতে লাগিলেন, অলৌকিক আনন্দে তাহার হৃদয় স্ফীত হইতে লাগিল । অনেকক্ষণ পরে বালকদ্বয়ের দিকে চাহিলেন, সস্নেহবচনে জিজ্ঞাসা করিলেন, “ তোমাদের এই অল্প বয়স, তোমরা এইরূপ কষ্ট করিয়া জীবনধারণ কর । তোমাদের কি পিতামাতা নাই ?” নবীন উত্তর করিল, “ আছেন, কিন্তু তাহারা অতিশয় বৃদ্ধ, কাৰ্য্য কৰ্ম্মে অক্ষম। আজ মা আমাদের জন্য কত ভাবনা করিবেন –ভাবিবেন, এই ঝড়ে আমরা ডুবিয়া গিয়াছি।”