পাতা:বঙ্গবিজেতা.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গবিজেতা । డిసి আর কোথায় পাওয়া যাইবে । আপনার সঙ্গে এই দুইটী বালক কে ?” এইরূপ নানা কথোপকথন করিতে করিতে মহাশ্বেতা, কমলা, শিখণ্ডি বাহন, আর সেই দুইটী দরিদ্র বালক আশ্রমাভিমুখে চলিলেন । উনবিংশ পরিচ্ছেদ । * مـســجريقي. يعصمد. জমীদারের পূর্বকথা । — — But I have woes of other kind, Troubles and sorrows more severe, e Give me to ease Iny tortured mind, Lend to my woes a patield car; And let me—if I may not find A friend to help-find one to hear. Crabbe. চন্দ্রশেখর ও শিখণ্ডিবাহন ভিন্ন সে তাtশ্রমে আর কেহই মহাশ্বেতার প্রকৃত পরিচয় জানিতেন না । তাহারাও এ পরিচয়ের কথা কাহার ৪ নিকট প্রকাশ করিবেন না, বিশেষরূপে প্রতিশ্রুত ছিলেন । - চন্দ্রশেখয় যেরূপ অনেক অনাথ ব্রাহ্মণক তাকে আশ্রয় দিয়াছিলেন, মহাশ্বেতাকেও সেইরূপ দিলেন । মহেশ্বর-মন্দির হইতে তাহার যে অণয় হইত, তাহাতে অনায়াসেই সকলের ভরণপোযণ হইত। আশ্রমের শাস্ত, দ্বেষবিদ্বেযশুন্য নিবদিগণের সহিত একত্র বাস করিতে করিতে মহাশ্বে তার অন্তঃকরণও কিঞ্চিৎ পরিমাণে শাস্ত হইয়া আসিয়াছিল । কিন্তু সে বয়সে স্বভাবের সম্পূর্ণ পরিবত্তন কথনই হয় না । মহাশ্বেতার বিজাতীয় মান ও জিঘাংসা অস্তরে সেইরূপই জাগরিত ছিল স্থিরপ্রতিজ্ঞ হইয়। তিনি সেইরূপই প্রতিরাত্রি বৈরনির্যাতনের জন্য শিবপূজা . করিতেন ;–সেইরূপই প্রতিদিন বৈরনির্যাতনের আলোচনা করিতেন । শিখণ্ডিবাহন এবিষয়ে তাহার সহিত কথা কষ্টিতে সাহস করিতেন ন}, মনে মনে ভাবিতেন, সিংহপত্নীকে শান্তরসাম্পদ আশ্রমে রাখিলেও তাহার স্বভাবের পরিবর্তন হয় না । • আজি রাত্রি অতিশয় দুর্যোগবশতঃ অনেক জন অতিথি আশ্রমে আসিয়াছেন, আশ্রমবাসিগণ অতিথিসেব অপেক্ষ অধিক আনন্দ জানিত ন ।