পাতা:বঙ্গবিজেতা.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

х, 3 g বঙ্গবিজেতা । ব্রাহ্মণগৃহিণীগণ অতিথিদিগের জন্য অন্নপাক করিতে লাগিলেন, সহর্ষচিত্তে নানারূপ ব্যঞ্জনপাক করিয়া আপন আপন রন্ধন-কৌশল দেখাইতে লাগিলেন। ব্রাহ্মণগণ সুদৃ ত বাক্যে অতিথিদিগকে সাদরসম্ভাষণ করিতে লাগিলেন। গৃহে গৃহে শীত নিবারণার্থ অগ্নি জলিতেছে, তাহার চতুঃপার্শ্বে বন্ধুবান্ধবে উপবেশন করিয়া মিষ্টালাপ করিতেছে ; শুদ্ধান্তঃপুৰ হইতে গৃহিণীদিগের সংসারকথা শুনা যাইতেছে, কখন কখন বা অল্পবয়স্কদিগের সুমিষ্ট রহস্ত-হাস্য শুনা যাইতেছে । জগতের মধ্যে এই আশ্রমটী শান্তি ও কুশলের স্থান বলিয়া বোধ হইতেছে । চন্দ্রশেখরের কুটীয়ে অদ্য একজন অতি সমৃদ্ধিশালী অতিথি আসিয়াছেন বলিয়া অনেকেই খাওয়া-দাওয়া সাঙ্গ হইলে তথায় যাইয়া সমবেত হইলেন । সে আশ্রমট এরূপ ক্ষুদ্র যে, তাহার মধ্যে সকলেই সকলকেই এক পরিবারের লোক বলিয়া মনে করিত, রমণীগণও সকল আশ্রমবাসিদিগের সহিত আলাপ সম্ভাষণ করিতে সঙ্কোচ করি ত না । সুতরাং অদ্য রাত্রিতে চন্দ্রশেখরের প্রশস্ত কুটিরাভ্যন্তরে অনেক পুরুষ ও অনেক স্ত্রী একত্র হইলেন,—দুই একজন অপরিচিত অতিথি আসিয়াছে বলিয়া আশ্রমের রীতি ভঙ্গ হইল না । গৃহের মধ্যস্তানে অগ্নি জলিতেছে, অগ্নির ঠিক পশ্চাতে চন্দ্রশেখর বসিয়া রহিয়াছেন । তাহার বয়ঃক্রম পঞ্চাশং বর্ষেরও তাধিক হইয়াছে । কিন্তু দিন দিন আশ্রমের শান্ত দেবকাৰ্য্য নিৰ্ব্বাহ করিয়াই হউক, বা মানসিক শান্তি বশতঃই হউক, তাহার প্রশস্ত ললাটে একটমাত্র বাদ্ধক্যচিহ্ন নাই । নয়ন ছুটী জ্যোতিঃপুর্ণ, সমস্ত শরীর তেজঃপূর্ণ, সেই শরীরের উপর যজ্ঞোপবীত লম্বিত হইয়া রহিয়াছে। তাহার নিজ দক্ষিণ পার্শ্বে সেই সমৃদ্ধিশমুলী অতিথি বসিয়া আছেন, তাহারও বয়ঃক্রম চন্দ্রশেখরের সহিত সমান হইবে, কিন্তু সংসার চিস্তায় ও পার্থিব দুঃখে তাহার শরীর কি শীর্ণ করিয়াছে ! মস্তকের কেশ অধিকাংশ পলিত হইয়াছে, ভ্ৰযুগলের কেশও দুই একটা শুক্লবৰ্ণ হইয়াছে। চক্ষুতে জ্যোতিঃ নাই, বদনমণ্ডলে জ্যোতিঃ নাই, শরীরে বল নাই । হস্তপদাদি শীর্ণ হইয়াছে, চৰ্ম্ম শিথিল হইয়াছে । র্তাহাদিগের দুই জনকে দেথিলে সংসার ও সংসার-চিত্তার অকিঞ্চিৎকারিতা, অনিষ্টকারিত ও যোগবল ও পুণ্যবলের গৌরব ও মহিমা স্পষ্ট প্রতীয়মান হয় । এই সমৃদ্ধিশালী অতিথি পাঠক মহাশয়ের নিতান্ত অপরিচিত নহেন,—ইনি ইচ্ছাপুরের জমাদার নগেন্দ্রনাথ । 琛 সেই দুই জনের উভয়পর্শ্বে ও পশ্চাতে অনেক জন আশ্রমবাদী উপবে