বঙ্গবিজেতা । بنb * * আপনার পুত্র জীবিত আছেন, কুশলে তাছেন। আমার বংশে কেহই মাই, আপনি যদি এইরূপ শোকবিহবল হইবেন, তবে ত্যামি কি করিব ?” নগেন্দ্রনাথ ধৈর্য্যাবলম্বন করিয়া বলিলেন,—“মহাশয় । আপনি যে কখন বিবাহ করিয়াছিলেন তাহা আমি জানিতাম না । আপনার কি পুত্রকহা কিছু হইয়াছিল ?” চন্দ্রশেখর বললেন, “পূৰ্ব্বকথা স্মরণ করা কেবল বিড়ম্বনামাত্র-কিন্তু দুঃখীর দুঃখকথাই ভাল লাগে । আপনি তামার দুঃখকথা শ্রবণ করুন।” বিংশ পরিচ্ছেদ । سـحججوه ينسحبتصميم মহান্তের পূর্বকথা । سمت همسای To gather life's roses, unscathed by the bricr, Is given alone to the bare-footed friar. - Scott. কুটীরে যাহারা আসিরছিলেন, একে একে র্তাহার প্রায় সকলেই উঠিয়৷ গেলেন । ব্রাহ্মণপত্নী ও ব্রাহ্মণ কন্যাগণ সকলেই আপন আপন গুহে গমন করিলেন, কমল বালকদ্বয়কে গৃহের অভ্যন্তরে লইয়া গিয়া একটা ঘরে শয়ন করিতে বলিলেন, আপনিও নিজ শয্যাগৃহে যাইয়া শয়ন করিলেন । শিখণ্ডিবাহনও উঠিয় আপন আশ্রমে গমন করিলেন । কুটীরে নগেন্দ্রনাথ ও চন্দ্রশেখর ভিন্ন কেবল মহাশ্বেতা বসিয়াছিলেন, আর অমল। প্রিয়সর্থীর মস্তক আপন হৃদয়ে ধারণ করির বসিরাছিল । অমলা এতক্ষণ কি জন্য বসিয়াছিল, পাঠক মহাশয় জানিতে ইচ্ছা করিবেন —অমলার কিসের ঔৎসুক্য যে সমস্ত রাত্রি জাগিয় বসিয়া থাকে অমল ভাবিতেছে,—“নগেন্দ্রনাথের পুত্র পাগল, মধ্যে মধ্যে বাড়ী ছাড়িয়া গ্রামে গ্রামে বেড়ায়, লুকাইয়া কৃযকদিগের সঙ্গে বাস করে, আজ দুই মাস হইল কোন সন্ধান নাই, বলিষ্ঠ বীরপুরুষ, অশ্বিনীকুমারের ন্যায় সুন্দর ; যদি চন্দ্রনাথ নগেন্দ্রনাথের পুত্র না হয়, তবে আমি কৈবর্তের মেয়ে নহি । স্থির হও, বীপ যাহাকে বলে তাহাকে বিবাহ করিবে না, সমরসিংহের মেয়েকে বিবাহ করিবে,—সমরসিংহের বিধবা এহ্মণে নিরাশ্রয় ; ছদ্মবেশে আছে, তাহার মেয়েকে বিবাহ করিবার জন্য ইন্দ্রনাথ পাগল হইয়াছে। ইন্দ্রনাথকে
পাতা:বঙ্গবিজেতা.djvu/১২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।