পাতা:বঙ্গবিজেতা.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গবিজেতা । సి বিবাহ কবিবার জন্য ত সরলা ‘পাগল হইয়াছে,—সই বলিল, “ ইন্দ্রনাথ তাহাকে সম্মত আছে,’–হরি হরি! আমার সই কি সমরসিংহের কন্যা ? মহাশ্বে তাকে দেখিলেও রাজরাণীর মত বোধ হয়, সামান্য ব্রাহ্মণীর মত বোধ হর না,—কাহারও সহিত অধিক কথা কহেন না, প্রত্যহ শ্বেত প্রস্তরের শিব পূজা কবেন, বৃদ্ধ বয়সেও মুখে স্বৰ্গীয় মহিমা বিরাজ করিতেছে। আর সরল,--সই আমার বক্ষের উপর গাঢ় নিদ্রায় অভিভূত । আমার বোধ হয় উহার মন ইহা অপেক্ষাও গাঢ়নিদ্রায় অভিভূত,—আপনি রাজকল্প হইয়াও আপনাকে রাজকুমারী বলিয়। জানে না । য়াজকুমারীর সহিত আমি বন্ধুত্ব করিতে সাহস করিয়ছি। রাজকুমারীর পদবিক্ষেপে রুদ্রপুর ও বনাশ্রমের পথ ও থtট পবিত্র হইয়াছে। ভগবন! তুমিই জান, আমি কিছু স্থির করিতে পারিতেছি না ”—আমলা এইরূপ চিন্তায় অভিভূভ হইয়া নিদ্র। ভুলিয়। গিয়াছিল । চন্দ্রশেখরের পূৰ্ব্বকথা বলিতে লাগিলেন,— “ আমি অতি অল্প বয়স অবধি শিবপূজাভক্ত ছিলাম । ত্রিংশৎ বৎসর পৰ্য্যন্ত সংসারাশ্রম গ্ৰহণ করি নাই ; গুরুসে বtয়, শাস্ত্রালোচনায় ও দেবপূজায় কাল অতিবাহিত করিয়াছিলাম। অবশেষে বন্ধু বান্ধবের অনুরোধে দারপরিগ্রহ করির সংসারাশ্রমে প্রবিষ্ট হইলাম । “ মায়াজালে জড়িত হইয়া সংসারের মুখঞ্জুঃখ ভোগ করিতে লাগিলাম,—যে সমস্ত অনিৰ্ব্বচনীয় সুখ পূৰ্ব্বে কখন ভোগ করি নাই, এক্ষণে তাহা ভোগ করিতে লাগিলাম। যে সমস্ত কষ্ট ও ক্লেশ পূৰ্ব্বে কখন জানিতাম না, এক্ষণে তাহ অনুভব করিতে লাগিলাম। সংসার কি মোহজালে জড়িত | মায়া, প্রেম, বাৎসল্য, দয়া, এ সকল কি স্বৰ্গীয় মুখের তাকর, তাবার এই সকল হইতে কি অচিন্তনীয় দুঃখ উৎপন্ন হয় ! গুরুসেবায় ও দেবপূজার যে শান্তিলাভ করিয়াছিলাম, এই মোহজালে জড়িত হইয়া এক্ষণে তাহ ভূলিলাম। সমভূমির উপর স্বচ্ছ নদী যেরূপ নিঃশব্দে শান্তভাবে বহিতে থাকে, আমার জীবন গুরুর আশ্রমে সেইরূপ বহিতেছিল, সহসা নিম্নভূমি পাইলে সেই প্রবাহিণী ঘোর গর্জনসহকারে যেরূপ জলপ্রপাতস্বরূপ পতিত হয়, সংসারাশ্রমে প্রবিষ্ট হইবামাত্র আমার জীবন সেইরূপ সহস্ররূপে বিপৰ্য্যস্ত ও ব্যতিব্যস্ত হইতে লাগিল । সে কয় বৎসর এক্ষণে আমার স্বপ্নসম বোধ হয় । • * অনেকদিন পর্য্যন্ত আমার পুত্ৰ কন্যাদি কিছু হয় নাই । তাহাতে আমার পত্নী ও আমি দেবতার নিকট মানিলাম যে, প্রথমে আমাৰু ধে