পাতা:বঙ্গবিজেতা.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গবিজেতা ৷ \లి - বিমল সরলাকে দেখাইয়া দিয়া বলিলেন, "বল দেখি এ কে ?” পাখি বলিল, “ এ কে ?” বিম । “তুই বল্‌ না, আমি বল্ব কেন।” পাখি। “ বলব কেন । ” বিম । “তবে বুঝি তুই জানি না।” পাখি । “ তুই জানিস না । ” বিম । “ আমি জানি, তুই বল দেখি, সরল বাহিরের কোন লোক, ন। এই বাড়ীর মেয়ে ?” পাখি । “ বাড়ীর মেয়ে ।” বিম । “ পারিলিনি, দূর বার্দী।”

  • ाशि । “ छूह दैiी । "

সে গৃহ হইতে দুই জনে গৃহস্তরে গমন করিলেন। সরলা পার্থীর কথা শুনিয়া বিস্মিত হইল। ভাবিল,-“ আমি কি এই বাড়ীর মেয়ে ?” বিমলা পার্থীর কথার কিছুমাত্র বিস্মিত হয়েন নষ্ট, পাখীর কতদূর বিদ্যা তাহ। তিনি জানিতেন,—যে পার্থীকে যে কথাগুলি বলা যাইত, কিছু না বুঝিয় তাহার শেষ দুইটী কথা উচ্চারণ করিতে পারিত। বিমলাও এইরূপ করিয়া প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছিলেন যে, শেষ দুইটী কথা উচ্চারণ করিলে একরূপ উত্তর হয় । তাহার পর বিমলা সরলাকে অন্য একটী কক্ষে লইয়া যাইলেন । কক্ষ দেখিবামাত্র সরলার বিয8ন্ত দ্বিগুণ হইল, হঠাৎ তন্যমনস্ক হইয়। ভবিতে লাগিল। বিমল স্নেহভরে বলিলেন, “ আইস, ত্যাবার চিন্তা কেন ?” সরল উত্তর করিল, “ আমার মন তারও কেমন করিতেছে, যেন স্বপ্ন দেখিতেছি,—ম কোথায় ?” বিমল চাহিয়া দেখিলেন, সয়লার চক্ষুতে জল,— নিস্তব্ধে তাহাকে মাতার নিকট লইয়া গেলেন । সরলা দ্রুতবেগে মাতার নিকট যাইয়া অশ্রুপরিপূর্ণনয়নে মাতার বক্ষঃস্থলে লুকাইল । * মহাশ্বেতা অতিশয় ঔৎসুক্য ও স্নেহের সহিত সরলকে চুম্বন করিয়া জিজ্ঞাসা করিলেন,— ફ્રેક “ কি মা, কি হইয়াছে ?” সরল উত্তর করিল, “ মা, আমি জানি না, এবাটীতে কি আছে, আমি ভ্যাজ সমস্ত দিন লেন জাগিয়া স্বপ্ন দেখিতেছি । সকল দ্রব্যই যেন দেখিয়াছি বোধ হইতেছে। একটা ঘরে প্রবেশ করিবামাত্র যেন এক বীরমূৰ্ত্তি—