পাতা:বঙ্গবিজেতা.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$V38 বঙ্গবিজেতা । সমুদ্রের তরঙ্গমালার মধ্যে বারিবিন্ধু "মেরুপ লীন হয়,—অতীতকালরূপ অনন্ত সাগরে সেইরূপ গৌরব লীন হইয়াছে। অনেকক্ষণ উপাসনা করিতে লাগিলেন । তিনি ছয় বৎসর কাল পর্য্যন্ত ষে ব্ৰত ধারণ করিরাছেন, আজিও সে দৃঢ়প্রতিজ্ঞর কিছুমাত্র শৈথিল্য হয় নাই। সে ভীষণ ব্রত, সে দৃঢ়প্রতিজ্ঞ, সে জিঘাংসা, তাহার জীবনের তাহার ধৰ্ম্মের এক অংশ হইয়াছিল ; স্বামীর মৃত্যুকালে তাহার নিকট নে প্রতিজ্ঞ করিয়াছিলেন, তাই আজি পর্য্যন্ত সততই তাহার হৃদয়ে জাগরিত ছিল। পূৰ্ব্বপরিচিত অট্টালিকা, দুর্গ, নদী দেখিয় সে কালাগ্নি দ্বিগুণ তেজে বিধবীর হৃদয়ে জুলিতে লাগিল । সে কালগ্নি যেন অন্য কাহারও হৃদয়ে না জলে, ষ্টি ঘাংসা যেন কাহারও ব্রত না হয়, কোন নরাধম প্রতিহিংসার জন্য ভগবানের নিকট প্রার্থনা করিতে যেন সাহসী না হয়। হৃদর হইতে ক্রোধ, দৰ্প, অভিমান উৎপাটিত কর,- কেবল পরোপকার ও ধৰ্ম্মসঞ্চয়ের জন্য ভগবানের নিকট প্রার্থনা কর,—এ সংসারে কয়দিনের জন্য ত্যাসিয়াছ ? এদিকে বিমলা সরলাকে আপনার ঘরে লইয়। গির দুই সহোদরায় ন্যায় এক শস্যায় শয়ন করিলেন । বিমল সরলাকে দেখিয়া অবধি তাহাকে ভাল বাসিতেন, কিন্তু যখন জানিলেন যে, শকুনি ও তাপন পিতার পরামর্শে সরলা অনাথ হইয়াছেন, তখন আর তাহার প্রতি যত্বের সীমা ছিল না । পিষ্ঠ। ষে অন্যায়, যে ঘোর পাপ করিয়াছেন, তাহার যদি পরিশোধ থাকে, বিমলী, মহাশ্বেতা ও সরলার প্রতি গাঢ় যত্ন ও স্নেহের দ্বারা তাহার পরিশোধ করিতে লাগিলেন । দুইজনে একত্র শয়ন করিয়া অনেকক্ষণ অবধি কথোপকথন করিতে লাগিলেন, দুইজনই অল্পবয়স্ক ও অবিবাহিত, দুইজনের মধ্যে শীঘ্রই প্রগাঢ় ও পবিত্র ভালবাসার সঞ্চার হইল । বিমল বার বার সরলা ও মহাশ্বেতার অজ্ঞাতবাস ও কষ্টের কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন, বার বার পল্লীগ্রামের কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। সরলার মুখ হইতে সেই সকল গল্প শুনিতে শুনিতে বিমলার চক্ষু বার বার জলে পরিপূর্ণ হইল, পিতার পাপকৰ্ম্মে হৃদয়ে মৰ্ম্মান্তিক বেদন হইতে লাগিল, শকুনির চক্রান্তে তাহার শরীর কোপে কণ্টকিত হইতে লাগিল, চক্ষু রক্তবর্ণ হইতে লাগিল। সে সকল কথা বলিতে সরলার কিছুমাত্র দুঃখ হয় নাই,—চিরকালই আপনাকে সামান্য কৃষক কন্য বলিয়া জানিত, সে কথা বলিতে তাহার কষ্ট হইবে কেন ? কিন্তু সরলা