বঙ্গবিজেতা । x & যে কিছুমাত্র কষ্ট বা দুঃখ অনুভব না করিয়া দারিদ্র্য ও দুঃখের গল্প করিতেছে, ইহাতেই বিমলার উন্নত হৃদয় অধিকতর বিদীর্ণ হইতে লাগিল । তিনি অতি স্নেহসহকারে দুই বাহুদ্বারা সরলাকে আলিঙ্গন করিয়া তাহার ওষ্ঠের নিকট আপন ওষ্ঠ আনিয় বার বার সেই সয়লচিত্ত বালিকার মুখে সেই দারিদ্রোর কথা, সেই পল্লীগ্রামে নিবাসের কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন, বার বার সেই এক কথা শুনিতে লাগিলেন, বার বার চক্ষুজলে সরলার নয়ন ও বদলমণ্ডল ও কেশরাশি সিক্ত করিলেন । বিমলা জিজ্ঞাসা করিলেন, “আচ্ছা, তোমরা যখন রুদ্রপুরে ছিলে, তখন তোমাদের বন্ধু কে ছিল । কৃষক পত্নীরাই কি তোমাদের বন্ধু ছিল ?” সরল বলিল, “ ম কাহারও সহিত অধিক কথা কহিতেন না, দিব|ভাগে প্রায় চিন্তায় লিপ্ত থাকিতেন, সন্ধ্যার সময় উপাসনা করিতেন । তামায় সহিত দুই এক জন গ্ৰাম্য স্ত্রীলোকের আলাপ ছিল । অমল নামে এক মহাজনের স্ত্রী ছিল, তাহারই সহিত অধিক সময় আমার কথাবাৰ্ত্ত হইত।” - ~" - বিম । “ সে কি জাতি ?” w সর । “ জাতিতে কৈবৰ্ত্ত।” % বিম। “ সে তোমাকে ভালবাসিত, তোমাকে যত্ব করিত ?” "#" সর । “ বোধ হয়, আমার মাত ভিন্ন অণর কেহ আমাকে সেরূপ ভালবাসিতে পারে না, তাহার কথা মনে হইলে এখনও চক্ষে জল আসে।” বিম । “ আচ্ছা, তোমার কি ব্যবসায় করিতে ?” সর । “ আমি বাড়ীতে স্থত কাটিতাম, চিত্র আঁকিতাম, আমাদের বাড়ীতে বাগান ছিল, তাহার ফল হইত, সুতরাং আমাদের কষ্ট হইত না।” বিম। “ সরল, তোমাদের প্রতি যে কি তান্যায় হইয়াছে আমি বলিয়। শেষ করিতে পারি না। আমার সাধ্যে যদি থাকে, আপনি ভিখারিণী হইয়াও তোমাদের পূর্বাবস্থা বজায় রাখিব।” সর । “আমি সত্য বলিতেছি, পল্লীগ্রামে সেরূপ অবস্থায় আমার কিছুমাত্র কষ্ট হইত না, কিন্তু মাতা দিবারাত্রি চিত্ত করিতেন, সেইজন্য আমার দুঃখ হইত। মাতাকে সুখে রাখ এই আমার ভিক্ষ ” বিম। “ সরলা, আমারও সেই ইচ্ছা, প্রাণ দিয়াও যদি তোমার মাতাকে সুখে রাখিতে পারি, তাহাতেও সম্মত আছি।” সর। “কেন, তোমার অসাধ্য কি ?—তোমাদের এত ধন, মানসন্ত্রম P.
পাতা:বঙ্গবিজেতা.djvu/১৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।