পাতা:বঙ্গবিজেতা.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গবিজেতা । .gt “ শকুনি, আমি হতভাগিণী,-আমার মত হতভাগিণী আর নাই, আমাকে আর দুঃখ দিও না, ক্ষম কর।” সে দুঃখের বচনে পাযাণও দ্রবীভূত হইত, শকুনির হৃদয় হইল না । তিনি ঈষৎ হাস্য করিয়া বলিলেন,—“ এইজন্য বুঝি তিন দিন সময় চাহিয়াছিলে ?” বিম। “ আমাকে সময় দিয়াছিলে বলিয়া ভোমাকে ধন্যবাদ কল্পিতেছি,—কিন্তু তামাকে ক্ষমা কর, আমার সৃদয়ে যে কষ্ট হইতেছে, তাহ তুমি জান না, আমার হৃদয় বিদীর্ণ হইতেছে। শকুনি, আমাকে ক্ষমা কর ।” শকু “ বিবাহের অাগে সকল স্ত্রীলোকেই ঐ রূপ করে, শ্বশুরবাড়ী যাইবার দময় সকলেই কঁাদে, কিন্তু একবার গেলে আর বাপের বাড়ী আসিতে চাহে না ।” বিম । “ শকুনি, উপহাস করিও না, আমি হৃদয়ে মৰ্ম্মাত্তিক বেদন পাইতেছি,—উপহাস ভাল লাগে না ।” শকুনি ঈষৎ ক্রোধ সহকারে বলিলেন,-“ আমি উপহাস করিতে আইসি নাই। তুমি যে প্রতিজ্ঞা করিয়াছ, তাই পালন করিতে সম্মত আছ, কি ল। *" বিমলা দুঃখের স্বর ত্যাগ করিয়া গম্ভীরস্বরে বলিলেন, “ আমি কোন প্রতিজ্ঞা করি নাই ।” শকু প্রতিজ্ঞ না করিয়া থাক,—আমাকে বিবাহ করিতে সম্মত অtছ, কি না ?” বিম। “জীবন থাকিতে সম্মত হইব না ।” শকু। “ আর আমার দোষ নাই, এক্ষণে বলপ্রকাশ করা ভিন্ন আর উপায় নাই ।” বিম। “ আমার পিতা থাকিলে তুমি এরূপ কথা বলিতে পারিতে ন। । পিতার অবর্তমানে, রক্ষাকৰ্ত্তার অবৰ্ত্তমানে নিরাশ্রয় অৰলার উপর । অত্যাচার করা ব্রাহ্মণের ধৰ্ম্ম নহে ।” শকু। “ আমি বালিকার নিকট ব্রাহ্মণের ধৰ্ম্ম শিখিতে আইসি নাই।" বিম। * তথাপি আমার কথা অবধারণা কর । দেখ, আমার পিতা তোমাকে কত অনুগ্রহ করেন ;–তোমাকে দরিদ্রাবস্থা হইতে পুত্রের মত লালনপালন করিয়াছেন ; তোমাকে অদ্যাপি পুত্রের মত ষত্ব করেন । র্তাহার কন্যার প্রতি অত্যাচার করা তোমার বিধেয় নহে ।” 확