পাতা:বঙ্গবিজেতা.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పి 8 ట్ర বঙ্গবিজেতা । শকুনি আপনার পূর্বকার দরিদ্রাবস্থার কথা শ্রবণে আরও ক্রুদ্ধ হইলেন, বলিলেন,— - “ তোমার পিতা সহস্ৰ পাপ করিয়াও যে আজ পর্য্যন্ত জীবিত রহিয়াছেন, সে আমার অনুগ্রেহ ।” পিতার নিন্দাবাদে বিমলা আর ক্রোধ সম্বরণ করিতে পারিলেন না— আরক্ত নয়নে কহিলেন,— “পামর তুমিই আমার পিতার সৰ্ব্বনাশ করিয়াছ, তুমি আবার তাহাকে তিরস্কার কর। কুক্ষণে ভৃত্যের বেশে এই দুর্গে আসিয়াছিলে, এক্ষণে প্ৰভু হইতে চাহ ? ভূত্যের সহিত বিবাহে বিমলা কখনও সম্মত হইবে না।” শকু। “ কাহার সম্মুখে এরূপ কথা কহিতে ছ জাম ?—তোমার জীবন মরণ, তোমার পিতার জীবন মরণ আমার হস্তে তাহ জান ?” বিম। “ জানি,—সতীশচন্দ্রের কন্যা সতীশ চন্দ্রের ভূত্যের সহিত কথা কহিতেছে, সে দিন যে নিরাশ্রয় ব্রাহ্মণপুত্র অন্নের জন্য পিতার নিকট আশ্রয় লইয়াছে, তাহারই সহিত আমি কথা কহিতেছি ।” বিমলা স্বভাবতঃ মানিনী, পিতার নিন্দ কথা শুনিয় তাহার ক্রোধানল জলিয়া উঠিয়ছিল, তাহার নয়নদ্বয় কোপে ধক্ ধক্ করিয়া জলিতেছিল,— আলুলায়িত কেশ কপোলে ও উন্নত বক্ষঃস্থলের উপর পড়াতে র্তাহাকে উন্মত্তের ন্যায় দেখাইতেছিল। সে অপরূপ আকৃতি দেখিয়া শকুনিও কিঞ্চিৎ বিস্মিত হইলেন ও ক্ষণেক নিস্তব্ধ হইয়া রহিলেন ; মুহূৰ্ত্ত মধ্যে বিমলা কথঞ্চিৎ ক্রোধ সম্বরণ করিলেন ও ধীরে ধীরে বলিলেন,— “ আমার মিথ্য রাগ, শকুনি, আমি জানি আমি সম্পূর্ণরূপে তোমার অধীনে আছি । তোমাকে যে ভৎসনা করিলাম সে কেবল ক্রোধে অন্ধ হইয়া, পিতৃনিনা আমি সহ করিতে পারি না,-আমার নিকট পিতার নিন্দ করিও না ।” শকু। “আমি তোমার পিতার নিন্দ করিতে আইসি নাই ; তোমার পিতা আমার প্রতি যে দয়া করিয়াছেন তাহা অামি বিস্মৃত হই নাই । এক্ষণুে যাহার জন্য আসিয়াছি তাহার উত্তর কি ?” বিম । * আমি জীবন থাকিতে তোমাকে বিবাহ করিতে পারিব ন৷ ” শকু। “ বিমলা, তুমি অতিশয় বুদ্ধিমতী, আমার হৃদয়ে দয়া, ক্রোধ, দুঃখ, প্রভৃতি নানারূপ প্রবৃত্তি উত্তেজিত করিয়া আমার মনস্কামনা হইতে বিরত হইতে চেষ্টা করিতেছ ;–বিমলা, তাহা পরিবে না । আমি যে কৰ্ম্মে যখন দৃঢ়ব্ৰত হইয়াছি, জগৎসংসারে কোন লোকই আমাকে তাহা হইতে