বঙ্গবিঙ্গেভt ! $&: কত পাপিষ্ঠ, পাপপরায়ণ ধনে, মানে, গৌরবে জীবন অতিবাহিত করিতেছে, লোকের প্রশংসাভাজন হইতেছে। যদি আমাদের ইচ্ছাধীন হইত, কে এ জগতে জন্মগ্রহণ করিক্ত? বিমল যে নিরাপদে মুঙ্গের পহুছিয়াছিলেন, তাহ পাঠক মহাশয় জানেন । যে দিন পছছেন সেই দিনই ইন্দ্রনাথের প্রাণরক্ষা করেন । তাহা পুৰ্ব্বে লিখিত হইয়াছে। যড়বিংশ পরিচ্ছেদ । - سماحبهه-سی অপরূপ বৃহ | - حب ـ یه---- Yet though thick the sliafts as snow, Though charging knights like whirlwinds go, Though billmen ply their ghastly blow, Unbroken was the ring. * The stubborn spearmen still made good, Their dan k impenetralole wood, Each stepping where his comrade stood, The moment tlıat le fell. Scott. শত্ররা এক্ষণও মুঙ্গের অবরোধ করিয়া বসিয়া আছে, টোডরমল্ল এক্ষণও অসাধারণ যুদ্ধকৌশল প্রকাশ করিয়া দুর্থ রক্ষা করিতেছিলেন। ইন্দ্রনাখ দিন দিন খ্যাতিলাভ করিতেছিলেন, সুযোগ পাইলেই আপনার পঞ্চশত অশ্বারোহী লইয়। শত্রুদিগকে আক্রমণ করিতেন,— অল্পসংখ্যকৃ শত্ৰু-সৈন্য কোথাও আছে এরূপ সংবাদ পাইলেই মহারাজের অনুমতি লইয়। তাঁহাদিগকে আক্রমণ করিয়া ধ্বংস করিতেন, অধিক শত্ৰ আসিবার পূৰ্ব্বেই দুর্গে প্রবেশ করিতেন। বার বার এইরূপে ক্ষতিগ্রস্ত হইয়। শক্রর ব্যক্তিব্যস্ত হইল,—দুর্গবাসিগণ নব সেনাপতির রণকৌশল, সাহস ও বীরত্ব দেখিয়া সাধুবাদ প্রদান করিতে লাগিলেন, দিন দিন তাহার বীরত্বের যশ বিস্তীর্ণ হইতে লাগিল । - এক দিন হুৰ্য্য অস্ত যাইবার সময় রাজা টোডরমল্ল শত্রুদিগের শিবির দর্শনার্থ দুর্গের প্রাচীর ছাড়িয়া প্রায় অৰ্দ্ধক্রোশ দূরে গিয়াছিলেন। শত্রুর শিবির সে স্থান হইতে অনেক দূরে, সুতরাং কোন ভয়ের কারণ ছিল না।
পাতা:বঙ্গবিজেতা.djvu/১৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।