3懿敦 বঙ্গবিজেতা । বিশেষ মহারাজ ছদ্মবেশে গিয়াছিলেম ও র্তাহার সঙ্গে পঞ্চাশৎ জন আশ্বারোহী ছিল । তাশ্বারোহীগণ ইতস্ততঃ ভ্রমণ করিতেছে, রাজা একদৃষ্টে শত্রুর দিকে নিরীক্ষণ করিতেছিলেন। সহসা শত্রুপক্ষীয় চারি জন তাশ্বারোহী পার্শ্বস্থ বনের ভিতর হইতে বাহির হইয়। রাজাকে আক্রমণ করিল। রাজার অমুচরগণ না আসিতে আসিতেই শত্রুপক্ষীয়দিগের মধ্যে একজন খড়গ উত্তোলন করিয়াছিল, এমন সময় নিকটস্থ আম্রকানন হইতে সহসা অপর একজন অশ্বারোহী তীরবেগে বহির্গত হইয়া নিমেষমধ্যে সেই খড়গধারীর মস্তকচ্ছেদন করিলেন । সকলেই চাহিয়া দেখিল, ইন্দ্রনাথ ! শত্ৰুগণ বেগে পলায়ন করিল। ইন্দ্রনাথের বীরত্বের সাধুবাদ করিবার অবকাশ ছিল না। সকলেই বিস্থিত হইয়া দেখিলেন, দূরে ধূলিরাশি দেখা যাইতেছে। আরও দেখিলেন, একজন অশ্বারোহী বায়ুবেগে রাজার দিকে ধাবমান হইতেছে,-দেখিলে বোধ হয়; যেন অশ্ব ভূমি স্পর্শ করিতেছে না। সে অশ্বারোহী মুহূৰ্ত্তমধ্যে নিকটবৰ্ত্তী হইল, সকলেই চিনিলেন ; সে মহারাজের একজন চর। রাজার নিকটবৰ্ত্তী হইয়া সে লম্ফ দিয়া ঘোটক হইতে অবতীর্ণ হইল, অশ্ব এত বেগে দৌড়াইয়া আসিয়াছিল যে, অশ্বারোহী অবতীর্ণ হইবামাত্র ঘোটক পড়িয়া গেল ও দুই চারিবার চীৎকার ও শূন্যে পদবিক্ষেপ করিয়া প্রাণত্যাগ করিল। ঘোটকের দিকে দেখিবায় কাহারও অবকাশ ছিল না । চর প্রণাম করিয়৷ ভীতচিত্তে বলিল, “ মহারাজ ! আমাদের শিবিরস্থ কোন ৰিদ্রোহোমুখ সেনার নিকট হইতে শক্রর সংবাদ পাইয়াছিল যে, অদ্য মহারাজ সন্ধ্যার সময় দুর্গ প্রাচীরের বহির্গত হইবেন । এই সংবাদ পাইয়া আপনার প্রাণনাশের জন্য এই অক্সিকাননে চারি জন অশ্বারোহী লুকাইয়া- ‘ ছিল । আর অৰ্দ্ধ ক্রোশ দূরে দুই সহস্ৰ অশ্বারোহী অপেক্ষা করিয়াছিল,— সেই দুই সহস্ৰ অশ্বারোহী এক্ষণে আসিতেছে।” চর এইমাত্র বলিয়। শ্রাস্তিবশতঃ ভূমিতে পড়িল । پْتِ تتر রাজার অনুচরের আশঙ্কায় জ্ঞানশূন্ত হইল, রাজ আজ্ঞা দিলেন,— “ তোমরাও অশ্বারোহী, দুর্গের দিকে ধাবমান হও, শত্রুরা আসিবার অনেক পূৰ্ব্বেই আমরা দুর্গের ভিতর প্রবেশ করিতে পারিব।” সকলেই বেগে দুর্গাভিমুখে অশ্বচালন করিলেন। প্রত্যুৎপন্নমতি ইন্দ্রনাথ দূরে ধূলি দেখিয়াই আপন মৃণভেরী বাজাইয়াছিলেন, তাহার পঞ্চশত অশ্বারোহীও সেই আম্রকাননের এক অংশে কোন
পাতা:বঙ্গবিজেতা.djvu/১৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।